অন্তত সভাধিপতি রুবিয়া তাই বলছেন। তাঁর বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ। এবার আবার নতুন দুর্নীতির অভিযোগ। এর আগেও সরকারি টাকা খরচ করে পাঁচতারা রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার অভিযোগ ওঠে এই রুবিয়ার বিরুদ্ধেই। অভিযোগ ওঠার পর সেই টাকা ফেরত দিতে হয়েছিল তাঁকে। এবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি। অভিযোগ, তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া যে গাড়িতে চাপেন, তার জন্য প্রয়োজনের থেকে বেশি তেল তোলা হয়েছে। বেশি টাকার স্লিপ তিনি কেটেছেন বলে অভিযোগ। প্রকাশ্যেই মানুষ এমন কি তাঁদের দলের লোকেরা তাঁকে ‘তেল চোর’ বলছেন।
সভাধিপতি দুটি গাড়ি ব্যবহার করেন। জেলা পরিষদের টাকায় তাতে তেল ভরা হয়। একটি গাড়ির ক্ষেত্রে তিন হাজার লিটারের থেকে বেশি তেল অপ্রয়োজনে নেওয়া হয়েছে, এমনই নথি সামনে এসেছে। এছাড়াও নিজে স্লিপ ইস্যু করে তিনি যে তেল তুলেছেন, তা নিয়মের বাইরে বলেও অভিযোগ। রুবিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই জেলা পরিষদে কোনও দুর্নীতি নেই। এইসব দলের লোকই বলছে। সব কথা তো বলা যায় না। না জেনে কেউ কিছু কিছু বললে, তারা জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে না।” এর আগেও টেন্ডার দুর্নীতি থেকে সরকারি টাকা নয়ছয় করা সহ একাধিক অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাপধিপতি রুবিয়া সুলতানার বিরুদ্ধে।