আজ, সোমবার মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে কলকাতার ধনধান্য স্টেডিয়ামে বৈঠক হচ্ছে ডাক্তারদের। আর জি কর কাণ্ডের পরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন রাজ্যর রীতিমত মাথাব্যথার কারণ হয়ে ওঠে। এই পরিস্থিতিতে অভিষেক ‘সেবাশ্রম’ করে কিছুটা সমস্যা মেটালেও পুরোপুরি সমস্যা কিন্তু মেটে নি। এই পরিস্থিতিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা কি মুখ্যমন্ত্রী আমন্ত্রণে সারা দেবেন? এই প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত পাওয়া গেলো তার উত্তর -‘না’। জুনিয়র চিকিৎসকদের দেবি তাদের অধিকাংশ দাবি সরকার মেনে নিয়েছে, কিন্তু বাস্তবে তা রূপায়ন করে নি। তারই প্রতিবাদে তারা সভায় যাবেন না। অবশ্য, জুনিয়র ডক্টরস ফ্রন্টের চিকিৎসকরা না থাকলেও, সেই সময়কালেই তৈরি হওয়া তাদের পাল্টা সংগঠন জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা আজ উপস্থিত থাকছেন।
প্রশ্ন উঠেছে, ওই সভায় মুখ্যমন্ত্রী কোন কোন বিষয় নিয়ে মুখ খুলবেন? সম্প্ররি রাজ্যে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল হওয়া স্যালাইন-কাণ্ড, জাল ওষুধের অভিযোগ, রেফার রোগ-সহ একাধিক বিষয় নিয়েই যে বিতর্কের জল বয়ে গিয়েছে তাতেই রাশ টানতে চলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রকে ঘিরে ‘ছত্রাকের’ মতো গজানো এই সমস্যাগুলি সমাধান হতে পারে আজকের বৈঠকেই। তবে মুখ্যমন্ত্রীর প্রধান লক্ষ্য আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ক্ষোভ কমানো। সেই বিষয়টাকে মাথায় রেখে তিনি বিশেষ কিছু সুযোগ সুবিধার কথা ঘোষণা করতে পারেন। এখন শেষ পর্যন্ত মিটিং কোন দিকে যায় তার দিকে সবাই তাকিয়ে আছে।