Travonews.in

গোপাল ভক্ত মৌতৃষা জন্ম দিনে কি ছুটছেন বৃন্দাবনে?

 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী
মিঠাইরানি ওরফে সৌমিতৃষা কুন্ডু ২৩ বছরে পা দিতে চলেছেন। আগামী ২৪ ফেব্রুয়ারি তাঁর জন্মদিন। এই বছরটা তিনি কীভাবে কাটাবেন জানালেন প্রাক বার্থডে সেলিব্রেশনে। গত বছর তিনি জন্মদিন উদযাপন করতে চলে গিয়েছিলেন বৃন্দাবন। এই বছরের কি প্ল্যান জানালেন। সম্প্রতি এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে মিঠাই ওরফে সৌমিতৃষা জানিয়েছেন হইহুল্লোড় তাঁর একেবারেই পছন্দের নয়। তার থেকে তিনি তাঁর পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালোবাসেন। জানান, এই বিশেষ দিনটিতে তাঁর মা বাবা সবার আগে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এছাড়া বন্ধুবান্ধব, আত্মীয়রা তো আছেনই। সকলেই ফোন বা মেসেজে শুভেচ্ছা জানান। বাদ যান না অভিনেত্রীর অনুরাগী এবং দর্শকরা।

গত বছর বৃন্দাবনে জন্মদিন কাটিয়েছিলেন। এই বছর কী প্ল্যান সেটা খোলসা করতে চাননি অভিনেত্রী। তবে তিনি যে এই বছরও জন্মদিনটা শহরে কাটাবেন না সেটা স্পষ্ট। তবে সৌমিতৃষার কথায় জন্মদিনের প্রার্থনা বলতে হলে তিনি চান বৃন্দাবনে একটা বাড়ি বানাতে। অভিনেত্রীর কথায়, ‘ ওখান গেলে আমি এক অদ্ভুত শান্তি খুঁজে পাই। কোনও কালিমা নেই, হিংসা নেই কোথাও, এমনটাই মনে হতে থাকে। সবটাই যেন খুব স্পষ্ট, আলোর মতো স্বচ্ছ। সেই জন্যই আমি বারবার বৃন্দাবন ছুটে যাই। আমি চাই ওখানে বাড়ি কিনতে যাতে গেলে ফেরার তাড়া না থাকে।’ এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, সৌমিতৃষা কুন্ডু কিন্তু মিঠাইয়ের মতোই গোপাল ভক্ত। তাই তিনি চান সারাজীবন যেন তিনি তাঁর মা বাবা আর ঈশ্বর (গোপাল) -কে এভাবে ছুঁয়ে থাকতে পারেন।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ