অনেকটা যদুবংশের মতো একে একে প্রাণ যাচ্ছে তৃণমূলের নেতা কর্মীদের। মা হারাচ্ছে সন্তানকে আর স্ত্রী হারাচ্ছে স্বামীকে। এবার সিউড়ির খয়রাশোল। মৃত তৃণমূল কর্মীর নাম শেখ নিয়ামুল। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শেখ নিয়ামুল উজ্জ্বল হক কাদেরী গোষ্ঠীর হয়ে কাজ করতেন। তাঁকে মারধরের অভিযোগ উঠেছে স্বপন সেন গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে। অভিযোগ, লোহার রড দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। তাঁর কোমরও ভেঙে যায়। মানুষ এতো নির্মম হয় শুধুই ‘টাকা’র য য়। ক্ষমতা যে গোষ্ঠীর হাতে টাকা যেই গোষ্ঠীর। আর তার পরিণামে একের পর এক মৃত্যু।
সারা রানি জুড়ে শাসকদলের গোষ্ঠী কোন্দলের কথা আমরা সবাই জানি। কিন্তু তাতে মানুষের মৃত্যু মেনে নেওয়া যায় না।রক্তাক্ত অবস্থাতেই তাঁকে উদ্ধার করে নাকড়াকোন্দা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বেশ কিছু সময় চিকিৎসা চললেও শারীরিক কোনও উন্নতি হয়নি। অবস্থার অবনতি হলে তাঁকে সিউরি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন ভোরে এই হাসপাতাল থেকেও তাঁকে অন্যত্র পাঠানো হচ্ছিল বলে খবর। কিন্তু, শেষ রক্ষা হয়নি। রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। দেহ নিয়ে আসা হয় সিউড়ি সদর হাসপাতালে। এখানেই তাঁর ময়নাতদন্ত করা হবে বলে জানা যাচ্ছে।