ভাইজানের নতুন লুক সামনে চলে এসেছে। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত আর্জেন্টিনার সিনেমা ‘সেভেন ডগস’-এর হলিউড রিমেক তৈরি হচ্ছে। যে ছবির পরিচালনা করেছিলেন রড্রিগো গুয়েরার। আর সেই থ্রিলারধর্মী সিনেমাতেই বিশেষ চরিত্রে থাকছেন বলিউড সুপারস্টার সলমন। দুবাইতে পুরোদমে চলছে শুটিং। সূত্রের খবর, সেখানে মুম্বইয়ের ধারাভি বসতির আদলে বিশাল সেট তৈরি হয়েছে। আর সেই হলিউড রিমেকেই দেখা যাবে ভাইজানকে। যদিও সলমনের চরিত্র নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতারা, তবে জানা গিয়েছে, তাঁর চরিত্রে একটা চমক রয়েছে। তবে শুটিংয়ের কিছু ছবি সামনে চলে এসেছে।
এই মুহূর্তে ভাইজান দুবাইয়ে। তিনি সেখানে হলিউড ছবির শুটিংয়ে ব্যস্ত। নতুন ভিডিওতে বলিউড সুপারস্টারকে অটোচালকের পোশাকে দেখা গেল। পরনে তাঁর খাকি রঙের শার্ট। রং মিলান্তি ট্রাউজার। ভিতরে সাদামাটা চেকশার্ট। আর ঘাড়ে রাখা অটোচালকদের মতো রুমাল। সেটে দাঁড়িয়ে অটো চালানোর প্রশিক্ষণ নিতে দেখা গেল সলমনকে। পাশেই দাঁড়ানো সঞ্জয় দত্তের পরনে স্যুট। তিনিও এই হলিউড ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সব মিলিয়ে ছবিটা যে জমজমাট হতে চলেছে তাতে সন্দেহ নেই। সলমন খানের পাশাপাশি এই ছবিতে সঞ্জয় দত্তকেও ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যেখানে দুই তারকার অ্যাকশন সিকোয়েন্স মন ছুঁয়ে যাবে দর্শকের। প্রসঙ্গত, খান সাম্রাজ্যের মধ্যে সলমনই প্রথম, যিনি হলিউডে পা রাখলেন।