ব্যাংকের চাকরির প্রতি লোভ অনেকেরই আছে। তাদের সামনে আবার SBI-এ নিয়োগের বিজ্ঞাপন। ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে লগ ইন করে চাকরির (SBI Recruitment kolkata 2025) জন্য আবেদন করতে হবে। কনকারেন্ট অডিটর পোস্টের জন্য আবেদন করার সুযোগ এসেছে। মূলত এসবিআই-এর অবসরপ্রাপ্ত অফিসাররা আবেদন করতে পারবেন।
* মোট ১১৯৪ শূন্যপদে নিয়োগ (SBI Recruitment kolkata 2025) হবে। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া, চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। তার মধ্যে আবেদন করতে হবে।
* এই চাকরির (SBI Recruitment kolkata 2025) জন্য আবেদন করতে পারবেন তাঁরাই, যাঁরা ৬০ বছর পর্যন্ত চাকরি করার পর অবসর নিয়েছেন। স্বেচ্ছায় অবসর নেওয়া, সাসপেন্ড হওয়া বা মাঝপথে চাকরি ছেড়ে দিয়ে থাকলে আবেদন করতে পারবেন না। এছাড়া যাঁরা MMGS-III, SMGS-IV/V বা TEGS-VI হিসেবে অবসর নিয়েছেন, তাঁরা আবেদন করবেন।
* জেনে নিন রাজ্য ভিত্তিক শূন্য পদের সংখ্যা –
* আমেদাবাদ- ১২৪
* অমরাবতী- ৭৭
*বেঙ্গালুরু- ৪৯
* ভোপাল- ৭০
* ভুবনেশ্বর- ৫০
* চণ্ডীগড়- ৯৬
* চেন্নাই- ৮৮
* গুয়াহাটি- ৬৬
* হায়দরাবাদ- ৭৯
* জয়পুর- ৫৬
* কলকাতা- ৬৩
* লখনউ- ৯৯
* মহারাষ্ট্র- ৯১
* মুম্বই- ১৬
* নয়া দিল্লি- ৬৮
* পাটনা- ৫০
* তিরুঅনন্তপুরম- ৫২