Travonews.in

পোষ্যর প্রতি স্বস্তিকার ভালোবাসায় মুগ্ধ নাগরিক মহল

 

‘প্রেম’ শব্দটার বৈচিত্র অনেক বেশি। প্রেম মানে শুধুই মানুষের মধ্যেই সীমাবদ্ধ তা কি টু নয়। মানুষ হয়েও পোষ্য কুকুরের প্রতি নিবিড় ভালোবাসার নিদর্শন তৈরী করেছেন স্বস্তিকা। এই ভালোবাসার গল্পটি স্বস্তিকা ও তাঁর পোষ্যের, সঙ্গে জুড়ে গিয়েছেন মুম্বইয়ের এক অটোওয়ালা। কুকুর, পশু-পাখিদের প্রতি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের নিখাদ ভালোবাসা রয়েছে। কলকাতায় অভিনেত্রীর দুই পোষ্য কুকুর ফুলকি ও সোনার কথা হয়তবা অনেকেই জেনে থাকবেন। তবে মুম্বইতে স্বস্তিকার সঙ্গে যে পোষ্যটি এই মুহূর্তে রয়েছে তার নাম সাবিত্রী। একদিন রক্তাক্ত অবস্থাতেই কুকুরটিকে উদ্ধার করে এনেছিলেন স্বস্তিকা। তারপর থেকে সে অভিনেত্রীর সঙ্গেই রয়েছে। সাবিত্রী অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসাও করাচ্ছেন অভিনেত্রী।

কেমো থেরাপি চলছে তাঁরা। ১৩ ফেব্রুয়ারি সাবিত্রীকে কেমো দিতে নিয়ে যাওয়ার পথেরই গল্প সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন স্বস্তিকা। স্বস্তিকা লেখেন, ‘১৩ই ফেব্রুয়ারি সাবিত্রীর ৪ নাম্বার কেমোথেরাপির দিন। এটাই শেষ কেমো, ও অনেকটা সুস্থ হয়ে উঠছে এই এক জীবনে শান্তি। আমার শুটিং এর কাজ ছিল তাই আমার স্পট বয় Awadh এর ওকে হসপিটাল নিয়ে যাওয়ার কথা। Awadh ঠিক আমার মতন, কুকুর বেড়ালদের ঘেন্না নেই, একেবারে বুকে আগলে রাখে। সেও কাজ থেকে আসবে, এদিকে OPD একটা সময় বাঁধা, নিজের মর্জি মতন পৌঁছনো যাবেনা। যাই হোক Awadh এর অনেকটা দেরি হচ্ছিল, আর আমার কাজটাও পিছিয়ে গেল তাই আমিই সাবিত্রী কে নিয়ে রওনা দিলাম।’ তারপর যেই সাবিত্রী এখন অনেক ভালো আছে। অভিনন্দন স্বস্তিকা।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ