Travonews.in

দিল্লি পদপিষ্ঠ কাণ্ডে এবার টাকার ঝুলি নিয়ে সরকার

 

যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে তার কোনো ক্ষতিপূরণ হয় না। তবুও সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার একটা রীতি আছে। এক্স পোস্টে মোদী লেখেন, নিউ দিল্লি রেলস্টেশনে পদপিষ্টের ঘটনায় বিচলিত। যারা প্রিয়জনকে হারালেন, তাদের সমবেদনা। আহতদের দ্রুত সুস্থচা কামনা করে মোদী লেখেন, প্রশাসন সকলের পাশে রয়েছে। এক্স পোস্টে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। দিল্লি রেলস্টেশনে পদপিষ্টের ঘটনায় মৃত্যুমিছিল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮।

এবার সামনে এলো ক্ষতি পূরণের হিসাব। ক্ষতি পূরণ দেবে রেল। পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। আহতদের জন্য আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। যারা অল্পবিস্তর আহত হয়েছেন, তাদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে সরকার। ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও। রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেন অমিত শাহ। দিল্লির উপরাজ্যপাল ও পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে যাবতীয় সাহায্যের নির্দেশ দেন তিনি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান শাহ ও রাজনাথ।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ