২০২৬ বাংলার বিধানসভা নির্বাচন। শুরু হয়ে গেছে প্রস্তুতি। বুধবার রাজ্য বাজেট পেশ করার পরে নানা বিষয় নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই তিনি বলেন, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রের ধাঁচে ছাব্বিশের ভোটের আগে বাংলাতেও ভুয়ো ভোটার ঢোকানোর ছক কষছে বিজেপি! সমস্ত বিষয়টার উপরে নজর রেখেছেন তিনি। বিরোধীদের অভিযোগ, তিন রাজ্যেই সুপরিকল্পিতভাবে ভূতুড়ে ভোটার ঢুকিয়ে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে। বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনকেও নিশানা করেছে বিরোধী শিবির। ২০২৬-এর ভোটে বাংলাতেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে এবার আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলীয় নেতা কর্মীদের এই বিষয়ে দৃষ্টি দিতে বলেছেন বলেও জানান।
বাজেট ভাষণ শেষে বুধবার মুখ্যমন্ত্রী বলেন, “একটি ভুতুড়ে রাজনৈতিক দলের কাজ হল ভোটার তালিকায় ভুয়ো নাম তোলা। মহারাষ্ট্রে হঠাৎ ভোট বাড়ল কী করে? দিল্লিতে কী হয়েছিল। সব সামনে আসবে একদিন।” মমতার আশঙ্কা, “পশ্চিমবঙ্গেও বাইরের লোক এসে বসে আছে। সব বিধানসভা কেন্দ্রে ২০ হাজার করে তারা ভোট বাড়ানোর প্ল্যানে আছে। আমাদের কাছে সব খবর আছে। কিন্তু মনে রাখবেন, এটা বাংলা। কোনও প্ল্যান এখানে কাজ করবে না। সব আমরা ভেস্তে দেব।” তবে তাঁর অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।