Travonews.in

রাজরোষে পড়েছেন উত্তরবঙ্গের ১৬ জন চিকিৎসক – বেতন বন্ধের নির্দেশ

 

আর জি কর কাণ্ডে উত্তাল হয়েছিল সারা বাংলা। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসকেরা কলকাতায় এসে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন উত্তরবঙ্গে বহু চিকিৎসক। এবার তাদের মধ্যে ১৬ জন চিকিৎসকের বেতন বন্ধের নির্দেশ দিলো রাজ্য। অভিযোগ, দিনের পর দিন হাসপাতালে নির্দিষ্ট দায়িত্ব পালন করেননি তাঁরা। গরহাজিরার কারণ জানতে নোটিশ পাঠানো হলেও জবাব দেননি তাঁরা। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা।

তিলোত্তমার বিচারের দাবিতে উত্তরবঙ্গে আনশনে বসেছিলেন বহু চিকিৎসক। এমনকী শিলিগুড়ি থেকে কলকাতা এসে আন্দোলনে যোগদান করেছেন অনেকে। অভিযোগ, রাজরোষে পড়েছেন সেই চিকিৎসকরাই। হাসপাতাল থেকে ছুটি না নিয়ে আন্দোলনে যোগদান করায় তাদের বেতন বন্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চিকিৎসকরা ২টি দল তৈরি করেছেন। প্রতিটি দল ২ দিন করে ডিউটি করে। বাকি সময় কলকাতায় প্রাইভেট প্র্যাকটিস করেন।অর্থোপেডিক, সার্জারি, নেফ্রোলজি, প্রসূতি, চক্ষু বিভাগের অধ্যাপক চিকিৎসকদের বিরুদ্ধে এই অভিযোগ করেছে কর্তৃপক্ষ। অনিয়মিত হাজিরার কারণে ১৬ জন সিনিয়র চিকিৎসকের জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়নি। এখন দেখার সেই চিকিৎসকেরা কোন পথে হাঁটেন।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ