Travonews.in

ক্লোজ করা হল কাঁকড়তলা থানার ওসি পূর্ণেন্দুবিকাশ দাসকে

 

একেই বলে ভাগ্যের পরিহাস। মঙ্গলবার বীরভূমের দুই তৃণমূল নেতার বাহিনী সম্মুখ সমরে উপস্থিত হয়েছিল। একজন তৃণমূল কর্মী গুরুতর আহত হয়েছেন। সেই পরিস্থিতিতে কেন্দ্র করে মঙ্গলবারই ক্লোজ করা হল কাঁকড়তলা থানার ওসি পূর্ণেন্দুবিকাশ দাসকে। কিন্তু প্রশ্ন, এতে কি সমস্যা মিটবে? গ্রেফতার হয়েছে নিচু তলার কয়েকজন দুষ্কৃতী। কিন্তু যে দুই নেতার নির্দেশে ওই বোমাবাজি হয়, একজনের পা উড়ে যায়, সেই নেতারা কিন্তু সরকারি ছত্র ছায়ায় দিব্যি আছেন।

শুধুই ক্লোজ করা হল কাঁকড়তলা থানার ওসি পূর্ণেন্দুবিকাশ দাসকে। মঙ্গলবার রাতেই এই সংক্রান্ত নোটিস তাঁকে দেওয়া হয়েছে। পরিবর্তে দায়িত্ব দেওয়া হয়েছে দুবরাজপুরের সিআই শুভাশিস হালদারকে। পাশাপাশি, এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দিয়েছেন জেলা পুলিশ সুপার আমনদীপ। মঙ্গলবার কাঁকড়তলায় জামালপুরে অজয় নদ থেকে অবৈধভাবে বালি তোলার টাকা নিয়ে দুপক্ষের মধ্যে বোমাবাজির ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনায় শেখ সাকতার আলি নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাঁর ডান পা কেটে বাদ দিতে হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ঘটনায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় কান পাতলেই শোনা যায়, এই দুই বাহিনী আসলে কেষ্ট ও কাজল শেখের বাহিনী, আর বোমা বাজির কেন্দ্রে রয়েছে অজয় নদের বালি খাদান।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ