নারকেলডাঙা বস্তির ভয়াবহ অগ্নিকান্ডের রেশ কাটতে না কাটতেই আবার কলকাতার তারাতলার বস্তিতে আসুন। সোমবার ঘটনাটি ঘটেছে তারাতলার সিপিটি এলাকায়। সেখানে সন্ধে ৭টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। সূত্রের খবর, প্রথমে একটা সিলিন্ডার ফেটে যায়। তারপর আরও একটি বড়ো সিলিন্ডার ব্লাস্ট হয় বলে খবর। আগুন ছড়িয়ে পরে পুরো বস্তিতে। জানা গিয়েছে, প্রায় চল্লিশটা ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে এই ঘটনায়। আগুন নেভাতে দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে পৌঁছয় ছটি ইঞ্জিন। প্রশ্ন উঠেছে, কেন বার বার করে বস্তিতে আগুন লাগছে? এর পিছনে কি জমি হাঙড়দের কোনো ভূমিকা আছে? তবে জানা যাচ্ছে, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। আর তারপরই দ্রুত ছড়িয়ে পড়ে সেই আগুন।
রাতেই ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। তিনি দুঃখ করে বলেন, “এরা অনেক কষ্ট করে ঝুপড়িতে থাকে। আগুন লাগার কারণ দমকল বলবে। সেটা আমি জানি না। তবে এরা যেভাবে থাকে, তাতে বিদ্যুতের শর্ট সার্কিট হল নাকি গ্যাস সিলিন্ডার ফেটে হল তা বোঝা যাচ্ছে না।” প্রসঙ্গত, নারকেলডাঙায় পুড়ে ছাই হয়েছিল একাধিক ঝুপড়ি। আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয় দমকলকে। মৃত্যু হয় একজনের। মেয়র সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।দমকল ও পুলিশ তদন্ত শুরু করেছে।