Travonews.in

হসপিটালে রুক্মিণী – উদ্বিগ্ন ভক্তকুল

 

রবিবার বেলার দিকে ছবিটা সামনে আসে। হাতে স্যালাইন চলছে রুক্মিণীর। তিনি হসপিটালে ভর্তি। উদ্বিগ্ন সকলেই। কী এমন হলো অভিনেত্রীর যে তাঁকে হসপিটালে ভর্তি হতে হলো? জানা গিয়েছে, শারীরিক দুর্বলতার কারণেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রুক্মিণী মৈত্রকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে বর্তমানে তিনি অনেকটাই স্থিতিশীল। শারীরিক অসুস্থতার জেরেই সম্প্রতি ‘খাদান’-এর সাকসেস পার্টিতে দেরিতে এসেছিলেন। তার পরই হাসপাতালে ভর্তি হয় অভিনেত্রীকে। প্রসঙ্গত, বিগত ৪০ দিন ধরে ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ নিয়ে ময়দানে লড়ে যাচ্ছেন অভিনেত্রী।

রিলিজের পর যখন দর্শক, সমালোচকরা মার্কশিটে ফুলমার্কস বসিয়েছেন, তখনও কিন্তু বিশ্রাম নেননি রুক্মিণী। নিত্যদিন কাজের মধ্যে ডুবে থেকেছেন। একটানা এহেন শারীরিক ধকলের জন্যই সম্ভবত অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী। শনিবার রাতে হাসপাতাল থেকে ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে নিজের অসুস্থতার সেই খবরই ভাগ করে নিলেন তিনি। এদিকে রুক্মিণীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা উদ্বিগ্ন।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ