Travonews.in

ইউভানের সাফল্যে গর্বিত মা শুভশ্রী

 

সব মা-ই তার সন্তানের সাফল্যতে গর্বিত হয়। আর রুপালি পর্দার শুভশ্রী বলে কথা।
মাতৃত্বের সেরা মুহূর্তগুলি সোশাল মিডিয়াতেও ভাগ করে নেন তিনি। তবে এবার ছেলে ইউভানের সাফল্যের মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করলেন শুভশ্রী। সন্তানের সাফল্য সবসময়ই মায়েদের গর্বিত করে। সেক্ষেত্রে আর পাঁচজনের মতো শুভশ্রীও সমান আনন্দিত। অভিনেত্রীর শেয়ার করা একটি রিলে দেখা গিয়েছে, স্কুলের অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে একঝাঁক কচিকাঁচা। খুদেদের ভিড়ের মাঝে রয়েছে ইউভান। পরনে কমলা রংয়ের পোশাক। সঙ্গে লিখলেন, “আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে।” এভাবেই নিজের আনন্দকে ছড়িয়ে দিলেন সবার মাঝে।

আসলে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্র ইউভান। ওই স্কুলেরই অনুষ্ঠানে যোগ দিয়েছিল সে। মন মাতাল দর্শকদের। কয়েকদিন আগেই স্কুলের খেলায় ‘চ্যাম্পিয়ন’ হয়েছিল ইউভান। পুরস্কার হিসেবে পেয়েছিল মেডেল। ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত রাজ। সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে লেখেন, ‘সন্তান, সন্তান, সন্তান।’ ছোটবেলার স্পোর্টস ডে-র আনন্দই আলাদা। সেই আনন্দ যেমন যুবান উপভোগ করেছে, তেমনই রাজ-শুভশ্রী। ছেলের বিশেষ দিনে স্কুলেও গিয়েছিলেন তারকা দম্পতি। অবশ্য জন্মের পর থেকেই রাজ-শুভশ্রীর পুত্র ইউভান দারুণ হিট নেটপাড়ায়।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ