Travonews.in

“Condemn those who wish to erase history.” – Sheikh Hasina:”যারা ইতিহাস মুছে ফেলতে চায়, তাদের ধিক্কার জানাও।” – শেখ হাসিনা

যারা ইতিহাস মুছে ফেলতে চায়, তাদের ধিক্কার জানাও।" - শেখ হাসিনা
যারা ইতিহাস মুছে ফেলতে চায়, তাদের ধিক্কার জানাও।” – শেখ হাসিনা

শেখ হাসিনা(Sekh Hasina) বাংলাদেশ থেকে ভারতে চলে আসার ৬ মাস পূর্ণ হয়েছে গতকাল। সেই উপলক্ষেই বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে তাঁর এক ভাষণ দেওয়ার কথা। আর তার ঠিক আগেই মুজিবর রহমানের(Mujibar Rahaman) বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিলো একদল দূরবৃত্ত। পুলিশ ছিল নীরব দর্শক। সেই পরিস্থিতিতে চোখে জল নিয়ে ভাষণ দিলেন হাসিনা।

আরও পড়ুন

 

Indian Rupee is Declining – Indian Economy Facing a Crisis:দাম কমছে ভারতীয় রুপীর – সংকটে পড়তে চলেছে ভারতীয় অর্থনীতি

 

হাসিনা এদিন বলেন, “আজকের বাংলাদেশ আবার ধ্বংসের বাংলাদেশ(Bangladesh)। যারা জঙ্গি, সন্ত্রাসবাদ করছে, আগুন জ্বালাচ্ছে, তাদের বিচার হবে। যারা ইতিহাস মুছে ফেলতে চায়, তাদের ধিক্কার জানাও।” বক্তব্যের শেষে ক্ষোভের সঙ্গেই দেশবাসীর উদ্দেশ্যে প্রশ্ন রাখলেন শেখ হাসিনা। তিনি বলেন, “যারা মানুষ হত্যা করে, ধ্বংসযজ্ঞ চালায়, তারা ফ্যাসিবাদী? নাকি যারা মানুষের কল্যাণ করে, অন্ন-বস্ত্র-বাসস্থানের ব্যবস্থা করে তারা ফ্যাসিবাদী? কারা স্বৈরাচার? আপনাদের কল্যাণের জন্যই উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি বাংলাদেশকে। দেশবাসীই বিচার করবেন।” বক্তব্যের শেষে কেঁদে ফেলেন হাসিনা। বলেন, “যে স্মৃতিটুকু নিয়ে বেঁচে ছিলাম। আজকে সেই স্মৃতিটুকুও ভেঙে ফেলা হচ্ছে। আগুন(Fire) দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। ওরা ভাঙলে, আবার গড়তে পারব আমরা।”

#আগুন #বাংলাদেশ #শেখ হাসিনা #মুজিবর রহমান

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ