ভারতের একটা নির্বাচনে যা খরচ হয়, তা পৃথিবীর সব দেশের থেকে অনেক বেশি। অথচ ভারতে দরিদ্র মানুষের সংখ্যা যথেষ্ট। ভারতের নির্বাচনকে বিশ্বের সবচেয়ে ‘ব্যয়বহুল’ ভোটের তকমা দেয় ‘সেন্টার ফর মিডিয়া স্টাডিজ়’। তাদের দাবি, দেশের মোটামুটি প্রতিটি দল মিলিয়ে ২৪-এর নির্বাচনে খরচ হয়েছে ১.৩৫ লক্ষ কোটি টাকা। অর্থাৎ, দেশের প্রতিটি ভোট পেতে খরচ হয়েছে ১৪০০ টাকা। সেই সংস্থার আরও দাবি, মার্কিন নির্বাচনের খরচকেও পিছনে ফেলে দিয়েছে ভারত। ২০২০ সালে আমেরিকার নির্বাচনে খরচ হয়েছিল ১.২০ লক্ষ কোটি টাকা। ১.৩৫ লক্ষ কোটি টাকা গোটাটাই দেশের সব দলগুলির মিলিত খরচ। রিপোর্ট বলছে, ২০২৪ সালে দেশজুড়ে লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করেছিল মোট ৭৪৪টি দল। তৃতীয়বার নিজেদের সরকার গঠন করেছে বিজেপি। আর বরাবরের মতোই সেই সরকারের মাথায় বসেছেন নরেন্দ্র মোদী। প্রত্যাশা মতো ফের একবার দিল্লিবাড়ির কর্তা হয়েছেন তিনি। কিন্তু এই কর্তা হতে বিজেপির কত খরচ হয়েছে?
২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোট ১৭৩৭ কোটি টাকা খরচ করেছে পদ্ম শিবির। এর মধ্যে ১৪৯২ কোটি টাকা নির্বাচন লড়তে ও ২৪৫ কোটি টাকা খরচ হয়েছে প্রার্থীদের জন্য। বিশেষজ্ঞদের মতে, ২০১৯ সালের তুলনায় ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিজেপির ভোটের খরচ। জাতীয় দল হিসাবে বিজেপির পর কংগ্রেসের নাম। কিন্তু খরচের দিক থেকেও পদ্ম শিবিরের কাছে একাধিক গোল খেয়ে বসে কংগ্রেস। তাদের লোকসভা নির্বাচন ছাড়াও আরও চারটি রাজ্য, যথাক্রমে অন্ধ্র প্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা ও সিকিম মিলিয়ে খরচ ৫৮৪ কোটি টাকা। শুধুমাত্র বাংলায় নির্বাচন লড়ে কীভাবেই বা এই দুই দলকে টেক্কা দেওয়া খরচ করতে পারে তৃণমূল? নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, লোকসভা ভোটে মমতার শিবিরের খরচ হয়েছে প্রায় ১৪৭ কোটি টাকা। যার মধ্যে ৪৬ কোটি টাকা খরচ হয়েছে তারকা প্রার্থীদের প্রচারে। ৩৬ কোটি টাকা বরাদ্দ হয়েছে প্রার্থীদের জন্য। ১১ কোটি টাকা খরচ হয়েছে ব্যানার, পোস্টার কাজে ও ৬ কোটি ৭১ লক্ষ খরচ হয়েছে সংবাদমাধ্য়মে বিজ্ঞাপন দিতে। বাড়তি ৪৬ কোটি টাকা খরচ হয়েছে দলের নির্বাচনী প্রচারে।
বামেরা আছে অনেক পিছিয়ে। যদিও শাসনে আছে শুধুই কেরলে। কিন্তু খরচের নিরিখে বামেদের লোকসভার খরচ কত জানেন? নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া তাদের খতিয়ান অনুযায়ী, গত নির্বাচনে মাত্র ৫ কোটি টাকা খরচ করেছিল তারা।