Travonews.in

Priyanka Attends Her Brother’s Wedding In Mumbai:ভাইয়ের বিয়েতে যোগ দিতে প্রিয়াঙ্কা মুম্বইতে

ভাইয়ের বিয়েতে যোগ দিতে প্রিয়াঙ্কা মুম্বইতে
ভাইয়ের বিয়েতে যোগ দিতে প্রিয়াঙ্কা মুম্বইতে

এয়ারপোর্টের(Airport) বাইরে ক্যামেরাবন্দি(Camera) হলেন প্রিয়াঙ্কা(Priyanka)মুম্বই(Mumbai) বিমানবন্দর থেকে বেরিয়ে এসে অভিনেত্রী ক্যামেরা(Camera) দিকে তাকিয়ে হাসলেন এবং এমনকী তাঁর গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হাতও নাড়লেন। তিনি হায়দরাবাদ থেকে মুম্বাই উড়ে এসেছেন। আপাতত সেখানে তিনি এসএসএমবি (SSMB)২৯ এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে গুজব রয়েছে। একদিকে দক্ষিণী ছবিতে কাজ করার জল্পনা। তারই মাঝে ভাইয়ের বিয়েতে যোগ দিতে মুম্বইতে পা রাখলেন প্রিয়াঙ্কা চোপড়া। সাদা পোশাকে ক্যামেরাবন্দি(Camera) হলেন অভিনেত্রী।

আরও পড়ুন

 

During The School’s Saraswati Puja, Sourav’s Wife:স্কুলের সরস্বতী পুজোতে সৌরভ পত্নী পোষ্ট করলেন একটা আবেগঘন ছবি

 

এখনো দেখলে বোঝার উপায় নেই তার বয়স কত? মনে হয় এখনো ২০/২২ এই আটকে আছেন। সাদা শার্ট(Shirt) ও ম্যাচিং শর্টসে(Matching Shorts) দেখা গেল এদিন প্রিয়াঙ্কাকে। তিনি সাদা জুতা, একটি ম্যাচিং ক্যাপ(Matching Cap), কালো সানগ্লাস(Sunglass) এবং একটি বাদামি ব্যাগ নিয়েছিলেন। ২০২৪ সালের অগস্ট মাসে বাগদান হয় প্রিয়াঙ্কার ভাই ও নীলম উপাধ্যায়ের। এর আগে ঈশিতা কুমারের সঙ্গে বাগদান সেরেছিলেন সিদ্ধার্থ। ২০১৯ সালে তাদের বাগদান হয়েছিল, প্রিয়াঙ্কাও তাদের রোকা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ২০১৯ সালের এপ্রিলের শেষ সপ্তাহে এই জুটির বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এই দম্পতি আলাদা হয়ে যান। ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন ঈশিতা।

#ক্যামেরা #এয়ারপোর্টে #প্রিয়াঙ্কা #মুম্বই

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ