সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguli) স্ত্রী হওয়ার পাশাপাশি ওডিশি(ODC) নৃত্যশিল্পী হিসাবে বেশ সফল ডোনা গঙ্গোপাধ্যায়(Dona Ganguli)। বহু বছর আগে নিজের এই নাচের স্কুল দীক্ষামঞ্চরী-র প্রতিষ্ঠা করেছিলেন ডোনা। যে স্কুলে(School) অফলাইন(Offline) ও অনলাইন(Online) দুইভাবেই নাচ শেখানো হয়। বেহালার বীরেন রায় রোডেই(Behala Biren Roy Road) রয়েছে এই স্কুলে(School)। যদিও অনেকেই হয়ত ভাবে ডোনার স্কুলে নাচ শেখা নিশ্চয় অনেক খরচ সাপেক্ষ! তবে আদতে তা নয়। দীক্ষামঞ্জরির মাস মাইনে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। এই স্কুলে অফলাইন(Offline) ক্লাসের(Class) ক্ষেত্রে মাত্র ১০০০ টাকা দিয়েই ভর্তি হওয়া যায়। মাসে বেতন ৬০০ টাকা। তবে বহুদিন স্কুলের মাইনে ৬০০ টাকারও কম ছিল, ২০২৩-এ সেই মাইনে বাড়ানো হয়। একটি ব্যাচে সর্বাধিক ২৫ জনকে নিয়ে ক্লাসের(Class) চলে। তবে প্রাইভেট ক্লাস(Private Class) ও বিদেশি ছাত্র-ছাত্রীদের জন্য বেতন কাঠামো আলাদা রাখা হয়েছে। এদিকে আজকাল প্রায়দিনই চর্চায় উঠে আসে সৌরভ-ডোনা ও তাঁদের গঙ্গোপাধ্যায় পরিবার। সম্প্রতি ভাইঝি স্নেহার বাগদান অনুষ্ঠানে নতুন জা-এর সঙ্গেই হাজির হয়েছিলেন ডোনা।
আরও পড়ুন
Priyanka Attends Her Brother’s Wedding In Mumbai:ভাইয়ের বিয়েতে যোগ দিতে প্রিয়াঙ্কা মুম্বইতে
স্নেহা গঙ্গোপাধ্যায়ের বিয়েতে এক ফ্রেমে হাজির হয়েছিলেন সৌরভ-ডোনা-সানা থেকে স্নেহাশিস ও তাঁর নতুন স্ত্রী অর্পিতা। ছিলেন সৌরভ-স্নেহাশিসের মা নিরূপা দেবীও। নাচের স্কুলে বাগদেবীর আরাধনার বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট(Social Media Post) করেছেন সৌরভ পত্নী, নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। এদিন ডোনা পরেছিলেন সাদা শাড়ি-ব্লাউজ, আর তাঁর মা স্বপ্না রায়ের গায়ে ছিল বাসন্তী রঙের চাদর। আর সানা পরেছিলেন সোনালি রঙের সালোয়ার কামিজ। ছবিটি পোস্ট করে ডোনা লেখেন, ‘With Maa and Sana’(মা ও সানার সঙ্গে)। তাঁর এই ছবিতেই দেখা গিয়েছে স্কুলের সরস্বতী মূর্তিটিও। আরও একটা ছবিতে আলাদা করে হলুদ রঙের শাড়ি পরানো নাচের স্কুলের সরস্বতী মূর্তিটির ছবিও পোস্ট( Post) করেছেন ডোনা।
#সোশ্যাল মিডিয়ায় পোস্ট #সৌরভ গঙ্গোপাধ্যায় #স্কুল #বেহালার বীরেন রায় রোড