Travonews.in

কুয়াশায় ঢাকা কলকাতা বিমানবন্দর – বিমান চলাচলে প্রবল বিঘ্ন

 

গত কয়েক দিনের মতো রবিবার সকালেও সম্পূর্ণ কুয়াশায় ঢাকা কলকাতা বিমান বন্দর। যার ফলে স্বাভাবিকভাবেই দৃশ্যমানতা ১০০মিটারে নেমে আসে। এর প্রত্যক্ষ প্রভাব গিয়ে পড়ে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচলের উপর। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, এদিন ভোর ৫টা ৪০মিনিট নাগাদ এলভিপি (লো ভিজিবিলিটি প্রসিডিউর) প্রয়োগ করা হয়। যাতে কম দৃশ্যমানতাতেও বিমান চলাচল করানো যায়। এই পদ্ধতি অবলম্বন করার পরে এদিন সকাল ৮টা পর্যন্ত মোট কলকাতা বিমানবন্দরে ১৭টি বিমান অবতরণ করতে পেরেছে এবং ২২টি বিমান অন্যত্র উড়ে গিয়েছে। কম দৃশ্যমানতার জন্য ১টি বিমান অবতরণ ও ১০টি বিমান কলকাতা বিমানবন্দর থেকে ছাড়তে বিলম্ব হয়। দৃশ্যমানতা খারাপ থাকায় একটি বিমান অন্যত্র ডাইভার্ট করানো হয়। ঢাকা বিমান বন্দরের অবস্থা আরও খারাপ। ফলো বেশ কয়েকটি উড়ান ঢাকায় নামতে না পেরে কলকাতায় এসে নেমে।

বেশ কয়েকদিন ধরেই দৃশ্যমানতার খুবই অভাব হচ্ছে। এর ফলে সকালের বিমান দেরিতে যাওয়ায় তার প্রভাব পড়তে চলেছে সারা দিনের বিমান চলাচলে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ