Travonews.in

সইফ আলি আক্রমনে পুলিশের ভুলে একজন নিরীহ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে

 

আকাশ কানোজিয়ার কোনো দোষ নেই – তা প্রমাণিত। কিন্তু ভুল করে তাকে ওই কেসে পুলিশ ধরার ফলে এখন তিনি ও তার পরিবার গভীর সমস্যায়। গত ১৮ জানুয়ারি মুম্বই পুলিশের তথ্যের ভিত্তিতে আকাশ কানোজিয়া নামে এক যুবককে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন থেকে গ্রেফতার করে রেল পুলিশ। দুর্গ স্টেশন থেকে প্রথমে তাঁকে আটক করা হয়। কিন্তু । শরিফুল ইসলাম সহ একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে গত ১৯ জানুয়ারি মুম্বই পুলিশ গ্রেফতার করে। এরপরই দুর্গ স্টেশনের আরপিএএফ আকাশ কানোজিয়া নামে ৫৪ বছরের ব্যক্তিকে মুক্তি দেয়। কিন্তু ইতিমধ্যে তার ছবি সর্বত্র ভাইরাল হয়ে যায়।

সূত্র মাধ্যমে জানা যাচ্ছে, আরপিএফের কবল থেকে সইফ আলি খানের উপর হালমার ঘটনা সংক্রান্ত গুরুতর অভিযোগ থেকে মুক্তি পেলেও, মুম্বই পুলিশের জন্য তাঁর জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। তাঁর ছবি প্রকাশিত হয়ে যায় আটক হওয়ার সঙ্গে সঙ্গেই। একইসঙ্গে তাঁর পরিবারকেও নানা ভাবে হেনস্থার মুখে পরতে হয়, এমনকি আকাশ কানোজিয়া নিজের চাকরিও হারিয়ে ফেলেন। গোটা ঘটনা নিয়ে এক রাশ ক্ষোভ প্রকাশ করেন আকাশ কানোজিয়া। আকাশ কানোজিয়া জানিয়েছেন, আমার পরিবার আতঙ্কগ্রস্থ হয়ে যায় আমার ছবি দেখানোই। আমাকেই সইফ আলি খানের উপর হামলার জন্য অভিযুক্ত হিসেবে চিহিৃত করা হয়। এরপর আমার পরিবারকে অসম্মানের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। মুম্বই পুলিশের একটা ভুল আমার জীবনরে দুর্বিসহ করে তুলেছে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ