দিলীপ ঘোষ(Dilip Ghosh) চিরকাল সোজা সাপটা কথা বলেন। তাই বলে CBI-কে ডান্ডা মারার নিদান মোটেই অভিপ্রেত নয়। আরজি কর(RG KAR) মামলা নিম্ন আদালতের রায় বেরনোর পর সিবিআই(CBI)-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তদন্ত সঠিকভাবে হয়নি বলে দাবি করেছেন তিলোত্তমার বাবা-মাও। তবে দিলীপ ঘোষ(Dilip Ghosh) বলছেন, শুধু সিবিআই(CBI) নয়, তিলোত্তমা বিচার না পেলে সব পক্ষই সমানভাবে দায়ী থাকবে। তাঁর দাবি, প্রমাণ লোপাট হয়ে যাওয়ায় সিবিআই ফাঁকা মাঠে কিছু করতে পারেনি। এই পর্যন্ত কোনো সমস্যা নেই। কিন্তু তার পরেই দিলীপ স্বমূর্তি ধারণ করেন।
আরও পড়ুন
Budget Session Starts Today:আজ শুরু হচ্ছে বাজেট অধিবেশন
দিলীপ ঘোষ(Dilip Ghosh) বলেন, আরজি কর(RG KAR) নিয়ে বহু প্রশ্নর উত্তর পাওয়ার আগেই সঞ্জয়ের(Sanjay) ফাঁসি চাওয়ার পিছনে কোনো অন্য উদ্দেশ্য থাকতেই পারে। তারপরেই তিনি বলেন, “দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল। আরজি করে ঢুকে ভাঙচুর করা হয়েছিল। ওখানেই তো সব বড় প্রমাণ লোপাট হয়ে যায়। সিবিআই(CBI) কিছুদিন ফাঁকা মাঠে লাফালাফি করেছে শুধু।” তাঁর মতে, বিচার না হলে কোর্ট থেকে শুরু করে সব সংস্থা, রাজ্যের সরকার সবাই সমানভাবে দায়ী থাকবে। এই প্রসঙ্গেই দিলীপ ঘোষ বলেন, “কোর্টের অধিকার ছিল, সিবিআই(CBI)-কে ডান্ডা দিয়ে কাজ করিয়ে নেওয়া। তা করা হয়নি।”এই কথা শুনে নাগরিক মহল বলেন, দিলীপ ঘোষ(Dilip Ghosh) আছেন দিলীপ ঘষেই।