Travonews.in

মুম্বাইয়ের ড্রিমগার্ল স্নান করলেন মহাকুম্ভতে

 

এক বাক্যে সকলেই বুঝে গেছেন যে মুম্বায়ের ড্রিম গার্ল হলেন হেমা মালিনী। বুধবার মহাকুম্ভতে শাহী স্নান করতে গিয়ে পদপিষ্ঠ হয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আর সেই দিনই হেমা মালিনী সারলেন শাহী স্নান। গত সোমবার সন্ধ্যায় মহাকুম্ভে পা রাখলেন বি-টাউনের বর্ষীয়ান অভিনেত্রী এবং রাজনীতিবিদ হেমা মালিনী। সেখানে পৌঁছে প্রভু প্রেমী সঙ্ঘ কুম্ভ ক্যাম্পে গিয়ে জুনাপীঠাধীশ্বর মহামণ্ডলেশ্বর আচার্য স্বামী অবধেশানন্দ গিরিজি মহারাজ ওরফে পূজ্য প্রভুশ্রীজির সঙ্গে দেখা করেছেন। আধ্যাত্মিকতা সংক্রান্ত বিষয়ে তাঁদের মধ্যে বিস্তর আলাপ-আলোচনা হয়েছে। বুধবার মৌনী অমাবস্যার পুণ্যতিথিতে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান সেরেছেন বলিউডের ‘ড্রিম গার্ল’। এরপর যারপরনাই আপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। যদিও ঠিক যেখানে দুর্ঘটনা ঘটে সেই ঘাটে তিনি ছিলেন না। ফলে তার কোনো অসুবিধা হয় নি।

হেমা মালিনীর কথায়, “আজকের দিনটা বিশেষ। আর এই পুণ্য স্নান করতে পেরে আমি নিজেকে খুবই সৌভাগ্যবতী বলে মনে করছি।” তিনি আরও বলেন, “ইস শুভ অবসর পর মুঝে ইয়াহাঁ স্নান করনে কা মওকা মিলা, ইয়ে মেরা সৌভাগ্য হ্যায়। বহত হি আচ্ছা লাগা হ্যায়, ইতনে কররোঁ লোগ আয়ে হুয়ে হ্যায়, ইয়াহাঁ মুঝে ভি স্থান মিলা, নাহানে কা। ধন্যবাদ (এই শুভ দিন উপলক্ষে আমি এখানে স্নান করার সুযোগ পেয়েছি। এটা আমার সৌভাগ্য। খুবই ভাল লাগছে)।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ