Travonews.in

An Amazing Song By Suchismita – Enthusiastic Urban Audience:অবাক করা গান সুচিস্মিতার – উদ্বেলিত নাগরিক মহল

অবাক করা গান সুচিস্মিতার - উদ্বেলিত নাগরিক মহল
অবাক করা গান সুচিস্মিতার – উদ্বেলিত নাগরিক মহল

ছবিটা এখনও প্রকাশ পায় নি, কিন্তু গান সামনে চলে এসেছে। ‘হরি মন মজায়ে লুকালে কোথায়…’, ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’ ছবিতে ব্যবহৃত এই গান ইতিমধ্যেই মানুষের হৃদয় ছুঁয়েছে। গানটি শুনতে গিয়ে অনেকেই হয়ত জানার চেষ্টা করছেন, কে গেয়েছেন এই গান? অনেকে ইতিমধ্যেই গায়িকাকে চিনেও নিয়েছেন। ইউটিউবেও(Youtube) ছবির গানের নিচে জ্বলজ্বল করছে গায়িকা শুচিস্মিতা চক্রবর্তীর(Suchismita Chakraborty) নাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন ২০২১ সালের স্টার জলসা(Star Jalsa) ‘সুপার সিঙ্গার'(Super Singer) জয়ী গায়িকা শুচিস্মিতাই গেয়েছেন গানটি। শুচিস্মিতা জানান, ২০২৩-এ আমার কাছে এই গানটি গাওয়ার প্রস্তাব আসে। তবে আমায় স্ক্র্যাচ(Cratach) গাইতে বলা হয়েছিল। আমাকে সৌরেন্দ্র-সৌম্যজিৎ(Sourendra-Soumjit) ডাকেন। বলেন ‘তুই আয়, নটী বিনোদিনীকে নিয়ে একটা ছবি হচ্ছে, সেখানে একটা স্ক্র্যাচ(Cratach) গাইতে হবে।’

আরও পড়ুন

 

Saif Attack Case Takes A Shocking Turn – Police Left Confused:সইফ হামলার ঘটনায় চাঞ্চল্যকর মোড় – বিভ্রান্ত পুলিশ

 

সেদিনও কিন্তু গানটা পুরো তৈরি ছিল না। একদিকে তৈরি হচ্ছিল, আর আমি গাইছিলাম। আমি প্রথম থেকেই জানতাম, এটা অন্যকেউ গাইবে, আর আমি স্ক্র্যাচ(Cratach) গাইছি। এটা গানটি কীর্তন অঙ্গের গান। আমি কিন্তু কীর্তন খুব একটা শিখিনি। তবে রবীন্দ্রসঙ্গীতের(Rabindra sangeet) টপ্পাঙ্গের গান গাওয়ার জন্য দু-একটা শিখেছিলাম। তবে শুনেছি অনেক। আর এটা সৌরেন্দ্র-সৌম্যজিৎ(Sourendra-Soumjit) স্যার খুব সুন্দরভাবে শিখিয়েছেন। এরপর গানটা গেয়ে সেদিন বাড়ি চলে আসি। তারপর এই গত দুর্গাপুজো(Durgapuja) (২০২৪) এর ঠিক আগে সৌরেন্দ্র-সৌম্যজিৎ(Sourendra-Soumjit) স্য়ার জানান, যে আমার গানটাই আছে। এর থেকে খুশির খবর আর কী হতে পারে।

#সৌরেন্দ্র-সৌম্যজিৎ #স্ক্র্যাচ #শুচিস্মিতা চক্রবর্তী #স্টার জলসা

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ