Travonews.in

Tragic Death at Mahakumbh – Mamata Banerjee Expresses Grief:মহাকুম্ভতে মর্মান্তিক মৃত্যু – দুঃখ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

মহাকুম্ভতে মর্মান্তিক মৃত্যু - দুঃখ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
মহাকুম্ভতে মর্মান্তিক মৃত্যু – দুঃখ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বুধবার সকাল থেকেই মৌনী অমাবস্যা উপলক্ষে মহাকুম্ভতে লক্ষ লক্ষ মানুষ পুণ্য স্নানে মেতে ওঠেন। আর তখনই ঘটে বিপর্য। অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এই নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘মহাকুম্ভে মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যে ঘটনায় কমপক্ষে ১৫ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। মৃত পুণ্যার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। গঙ্গাসাগর(Gangasagar) মেলা থেকে আমি শিখেছি যে বিশাল জনসমাবেশে যেখানে পুণ্যার্থীদের জীবন জড়িত থাকে, সেখানে পরিকল্পনা এবং পরিষেবা সর্বোচ্চ হতে পারে। মৃতদের আত্মার জন্য শান্তিকামনা করছি।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও(Narendra Modi) দুঃখ প্রকাশ করেন ও নিয়মিত বিষয়টি খোঁজ নিচ্ছেন।

আরও পড়ুন

 

This Time, Minister Shovandeb Speaks Out Against:এবার আর জি কর কাণ্ডে নির্যাতিতার মা-বাবার বিরুদ্ধে মুখ খুললেন মন্ত্রী শোভনদেব

 

আজ, বুধবার সকাল ১০টার দিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath) শুধুমাত্র জানিয়েছেন যে ত্রিবেণী সংগমের কাছে আখাড়া মার্গে ব্যারিকেড(Bariked) টপকাতে গিয়ে কয়েকজনের গুরুতর আঘাত লেগেছে। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে। কতজন সেরকম আহত হয়েছেন, সেটাও জানাননি যোগী। উত্তরপ্রদেশ সরকারের তরফে হতাহতের সংখ্যা প্রকাশ করা না হলেও নাম গোপন রাখার শর্তে বুধবার সকালের দিকেই কয়েকজন ব্যক্তি ‘হিন্দুস্তান টাইমস’(Hindustan Times)-কে জানিয়েছেন যে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে কমপক্ষে ১৫ জনের মৃতদেহ আনা হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। সেইসঙ্গে মহাকুম্ভের চত্বরে কয়েকজনকে রাস্তায় শুয়ে থাকতে দেখা গিয়েছে। তাঁদের প্রায় পুরো শরীরই চাদর দিয়ে ঢাকা ছিল।

#হিন্দুস্তান টাইমস #যোগী আদিত্যনাথ #নরেন্দ্র মোদী #মমতা বন্দ্যোপাধ্যায়

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ