ব্যাংকে চাকরির জন্য অনেকেই মুখিয়ে থাকেন। আপনার সামনে এবার ‘ব্যাঙ্ক অব বরোদা’ সেই সুযোগ নিয়ে এসেছে। প্রতিযোগিতার বাজারে ব্যাঙ্কে চাকরি পাওয়াটাও একটা চ্যালেঞ্জ। এবার শূন্যপদের তালিকা প্রকাশ করল ‘ব্যাঙ্ক অব বরোদা’। স্পেশালিস্ট অফিসার পদের জন্য নিয়োগ শুরু করল ‘ব্যাঙ্ক অব বরোদা’। ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ওই পদের জন্য আবেদন করা যেতে পারে। ওয়েবসাইটটি হল bankofbaroda.in। ১২৬৭টি শূন্যপদের জন্য নিয়োগ (Bank of Baroda Recruitment 2025) প্রক্রিয়া শুরু হচ্ছে।
* কীভাবে আবেদন করবেন-
* bankofbaroda.in ওয়েবসাইটে লগ ইন (Bank of Baroda Recruitment 2025) করতে হবে
* হোম পেজের Career অপশনে ক্লিক করতে হবে
এরপর নতুন একটি পেজ খুলে যাবে।
* নতুন পেজে Current Openings নামে একটি ওয়েবসাইটে ক্লিক করতে হবে
* Recruitment of professionals on a regular basis in various departments- এই লিঙ্কে ক্লিক করতে হবে
* এরপর নিজের নাম দিয়ে রেজিস্টার করে টাকা দিতে হবে
* সব শেষে অনলাইনে আবেদনের ফর্মটি ফিল আপ করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে
* আবেদনের টাকা ব্যাঙ্কে জমা পড়লেই ফি পেমেন্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। আবেদনকারীদের অ্যাকনলেজমেন্ট নম্বরটি লিখে রাখা জরুরি ভবিষ্যতের প্রয়োজনের জন্য।