তথ্য ও প্রযুক্তির উন্নয়নের একটা আশ্চর্য সৃষ্টি রোবট মানুষ। এবার আরও কিছুটা আধুনিক হয়ে সামনে আসলো রোবটিক কুকুর। সেনাবাহিনীর ব্যবহার করা এই রোবট কুকুরের পোশাকি নাম হল ‘মাল্টি ইউটিলিটি লেগ্ড ইকুইপমেন্ট’ সংক্ষেপে যাকে বলে (মিউল)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এগুলি। রিমোট কন্ট্রোলের মাধ্যেমে এগুলি নিয়ন্ত্রিত হয়। এরা আবার নিজের সিদ্ধান্তেও কাজ করতে পারে। ছুটতে সক্ষম এরা। মূলত, বোমা নিষ্ক্রিয়, বিভিন্ন তথ্য সংগ্রহ করতে এই মিউলগুলি ব্যবহার করে ফৌজ। বিভিন্ন জায়গায় এর ব্যবহার হতে পারে। এমন কি ভারত বাংলাদেশ সীমান্ত যেভাবে উত্তপ্ত হচ্ছে, ভবিষ্যতে সেখানেও এর ব্যবহার হতে পারে।
শুক্রবার সকালে কলকাতার রাস্তায় হাঁটতে দেখা গেল অদ্ভুত দর্শন এই কুকুরকে। সামনে এলেই কিন্তু উড়িয়ে দেবে এটি। জানেন এই কুকুর সম্বন্ধে? আগামী ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবস। রেড রোডে চলছে তার প্রস্তুতি। আর সেই উপলক্ষে ‘রোবট সারমেয়’ নামিয়ে গোটা দুনিয়াকে বিস্ময়ে ফেলে দিয়েছে ভারতের স্থলবাহিনি। এইবার প্রথম রেড রোডের কুচকাওয়াজে হাঁটতে চলেছে এই ‘রোবট কুকুর’। মহড়া চলাকালীন বন্ধ একাধিক রাস্তা। বন্ধ রাখা রয়েছে পূর্ব ও পশ্চিম হসপিটাল রোড, কুইন্স লেন, খিদিরপুর রোড ও রানি রাসমণি রোডের একাংশ। ভারতের নিজস্ব প্রযুক্তিতে গড়া এই রোবট খুবই কার্যকরি হবে বলেই সেনা বাহিনীর বিশ্বাস।