Travonews.in

‘হিরের ট্রাম্প’ উপহার পেতে চলেছে মানুষ ট্রাম্প

 

‘ট্রাম্প’ নামটাই যথেষ্ট। বিশ্বের অন্যতম ধনকুবের ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্টের আসনে বসেছেন। আর তার পরেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর জন্য উপহার পাঠানো হচ্ছে। পিছিয়ে নেই ভারতও। ট্রাম্প কতখানি জনপ্রিয় তার উদাহরণ মিলল ভারতের অলঙ্কারনগরী সুরাটে। সেখানে একটি হিরা নির্মাণকারী সংস্থা তৈরি করল অভিনব ‘হিরের ট্রাম্প’। গবেষণাগারে তৈরি ৪.৫ ক্যারেট হিরের উপরে তৈরি করা হয়েছে ট্রাম্পের অবয়ব। যা উপহার দেওয়া হবে খোদ মার্কিন প্রেসিডেন্টকে। এর আগে এই হীরা নির্মাণকারী সংস্থার ৭.৫ ক্যারেটের গবেষণাগারে তৈরি একটি হিরা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনকে উপহার দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এবার আবার ‘হিরের ট্রাম্প’! এবারে গ্রিনল্যাব হীরের টুকরো তৈরি করা হয়েছে তিন মাসের পরিশ্রমে। যার আনুমানিক মূল্য ৮ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানা গিয়েছে। সুরাটের হীরা সংস্থার মালিক স্মিথ প্যাটেল বলেন, “তিন মাস ধরে হীরক খণ্ডটি তৈরি করেছি আমরা। আমাদের বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যাতেই খোদাইটা হয় ট্রাম্পের মুখের আকারে। এই ঘটনা ইন্দো-মার্কিন সম্পর্কের প্রতীক। আমরা ট্রাম্পকে বলতে চাই যে আমাদের সৃজনশীলতা এবং ল্যাব-উত্থিত হীরা উৎপাদন অব্যাহত থাকবে।” আশা করা যায়, এই উপহার পেয়ে ট্রাম্প খুবই খুশি হবেন।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ