Travonews.in

কঙ্গনা রানাওয়াতের ছবি ‘ইমারজেন্সি’ ও কিছু প্রশ্ন

 

ইতিমধ্যে সারা দেশ জুড়ে রিলিজ হয়েছে কঙ্গনা রানাওয়াতের ছবি ‘ইমারজেন্সি’। ভারতে যে কয়েকটা ছবি চরম বিতর্ক তৈরী করেছিল, তারমধ্যে অন্যতম একটি ছবি হলো – ‘ইমারজেন্সি’। প্রথমেই বলে রাখা প্রয়োজন, ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াতের ছবি ‘ইমারজেন্সি’। এই ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। তিনি নিজেই এই ছবির লেখক এবং পরিচালক। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মাত্রই অধিকাংশ দর্শক হলে গিয়ে দেখে নিয়েছেন ছবিটি। কেমন হল কঙ্গনার ‘ইমারজেন্সি’? দেশের ভ্রাতৃত্ববোধকে কি সত্যি ‘আঘাত’ করলো ছবিটি? এই সকল প্রশ্নই এখন পাঠকের কাছে ঘোরাফেরা করছে।

ছবিটি মুক্তির দিনই উত্তেজনা ছড়িয়েছে পঞ্জাবে। জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই পঞ্জাবের বিভিন্ন সিনেমা হলের সামনে বিক্ষোভ দেখাচ্ছে এসজিপিসি। তাদের অভিযোগ, বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতের এই সিনেমা দেশের ভ্রাতৃত্ববোধকে ‘আঘাত’ করবে। যদিও সেই বিতর্কের উর্দ্ধে গিয়ে বলা চলে,এই ছবিতে কঙ্গনা রানাওয়াতের অভিনয় নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ইন্দিরা গান্ধীর লুকে বেশ মানিয়েছে অভিনেত্রীকে। তবে, কিছু ক্ষেত্রে অযাচিত মেকআপ করা হয়েছে। যা এই ছবির ক্ষেত্রে প্রয়োজন ছিল না। ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করার জন্য অনেক রিসার্চ করতে হয়েছে অভিনেত্রীকে। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পার্সোনালিটিকে বেশ ভালোভাবেই রপ্ত করেছেন কঙ্গনা। তবে ছবিতে ইন্দিরা গান্ধীর ব্যক্তিত্ব, রাজনৈতিক ভাবনা ঠিক মতো তুলে ধরতে ব্যর্থ হয়েছেন পরিচালক।

ভারতীয় ইতিহাসের সঙ্গে যাঁদের এখনও পরিচয় ঘটেনি, তাঁদের কাছে এই ছবিটির শিক্ষামূলক ভূমিকা পালন করতে পারত। কিন্তু দুর্ভাগ্যবশত, এই ছবিটি নতুন প্রজন্মের কাছেও খুব একটা আকর্ষণীয় হয়ে ওঠে নি। ছবিটিতে ‘ইমারজেন্সি’ সম্পর্কে সব তথ্য দেওয়া হয়নি। ইন্দিরা গান্ধীর ‘ইমারজেন্সি’ সম্পর্কে যাঁদের সামান্য কোনও জ্ঞান নেই, এই ছবিটি তাঁদের দেখা সার্থক। তবে ‘ইমারজেন্সি’ সম্পর্কে ওয়াকিবহাল এমন দর্শকের কাছে খুব ভালো নম্বর পাবে না এই ছবি। বিশেষ করে সঞ্জয় গান্ধীকে যেভাবে উপস্থিত করা হয়েছে, তা হয়তো কিছুটা ইতিহাসের বিকৃতি।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ