আগামী ১৯ জানুয়ারি প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের(Soumitra Chattopadhyay) জন্ম বার্ষিকী। সেই উপলক্ষে তাঁর কন্যা কলকাতায় আয়োজন করেছেন এক স্মারক বক্তৃতার। সেই বক্তৃতার অন্যতম বক্তা ছিলেন শর্মিলা ঠাকুর(Sharmila Thakur)। কিন্তু দুঃখের সঙ্গে তিনি জানিয়েছেন যে তিনি আসতে পারবেন না। ডাকাতি আটকাতে গিয়ে ছুরিকাঘাতে জখম হয়ে হাসপাতালে ভর্তি হন সইফ আলি খান(Saif Ali Khan)। তাঁর অস্ত্রোপোচারও হয়েছে। ছেলের এই শারীরিক পরিস্থিতিতে মা শর্মিলা(Sharmila) তাই আপাতত শহরে আসছেন না বলে জানিয়েছেন। খবরে প্রকাশ, অভিনেত্রী জানান, তিনি কলকাতায়(Kolkata) আসতে পারছেন না এই সময়। তবে পুরো বিষয়টি মিটে যাওয়ার পর তিনি অবশ্যই শহরে আসবেন। তাঁর এই না আসার খবরে তাই পৌলমী(Poulomi) আপাতত ‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের(Soumitra Chattopadhyay) স্মারক বক্তৃতা’ মুলতবি রেখেছেন। অন্যান্য অনুষ্ঠান হলেও স্মারক বক্তৃতা এখন করা হবে না। পড়ে শর্মিলা ঠাকুর(Sharmila Thakur) সুবিধেস মতো সময়ে করা হবে। তবে অন্যান্য অনুষ্ঠান হচ্ছে।
আরও পড়ুন
What Did Aparna Say About The:আর্ট ফিল্ম ও কমারশিয়াল ফিল্মের সীমারেখা নিয়ে কি বললেন অপর্ণা
পৌলমী(Poulomi) জানিয়েছেন, দুপুরে ‘চন্দনপুরের চোর’ নাটক মঞ্চস্থ হবে। বিকেলে রূপম ইসলামের(Rupam Islam) একটি ছোট্ট অনুষ্ঠান থাকবে। সন্ধ্যায় তিনটি নাটকের অংশ নিয়ে ‘শ্রুতি সংলাপ বিভঙ্গ’ নামক একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, ১৫ জানুয়ারি ভোরে গুরুতর আহত হয়ে সইফ আলি খান(Saif Ali Khan) হসপিটালে(Hospital) ভর্তি হন। তার আঘাত যথেষ্ট সিরিয়াস হলেও এখন তিনি বিপদ মুক্ত। আমরা সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।
#সইফ আলি খান #সৌমিত্র চট্টোপাধ্যায় #শর্মিলা ঠাকুর #রূপম ইসলাম