উওর দিনাজপুরে(Uttar Dinajpur) জজ অফিসে(Jaj Office) এর পক্ষ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। যেখানে তারা ইংলিশ স্টেনোগ্রাফার(English Stenographer) পদে নিয়োগ করার জন্য যৌগ্য প্রার্থী খুঁজছেন। কিভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা প্রয়োজন, বয়স সীমা, মাসিক বেতন, কিভাবে নির্বাচন করা হবে এই নিয়ে সমস্ত কিছু খুঁটিনাটি জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।
*পদের নাম:ইংলিশ স্টেনোগ্রাফার(English Stenographer)
*শূন্যপদের সংখ্যা: ০৩ টি শূন্যপদ রয়েছে
*মাসিক বেতন: যে সকল প্রার্থীরা এই পদে চাকরি পাবেন তারা মাসিক ৩২,১০০/- টাকা থেকে সর্বোচ্চ ৮২,৯০০/- টাকা বেতন পাবেন।
আরও পড়ুন
Start Growing Moong Dal In Winter:শীতকালে শুরু করুন মুগ ডালের চাষ – ভালো লাভের সম্ভাবনা
*শিক্ষাগত যোগ্যতা: যে সকল প্রার্থীরা এই ইংলিশ স্টেনোগ্রাফার(English Stenographer) পদে আবেদন করতে চান, তাদের অবশ্যই যে কোনো একটি স্বীকৃত বোর্ড(Board) থেকে মাধ্যমিক পাশ(Madhyamaik Pass) করতে হবে। একইসঙ্গে কম্পিউটার(Computer) প্রশিক্ষণের একটি সার্টিফিকেট(Certificate) অর্জন করতে হবে।
*বয়স সীমা: সর্বনিম্ন – ১৮ সর্বোচ্চ – ৩৫
যে সকল প্রার্থীরা উপরের যোগ্যতা ও বয়স সীমা অতিক্রম করে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের আবেদন পত্র জমা করতে হবে পুরোপুরি অনলাইনের(Online) মাধ্যমে। তারজন্য প্রার্থীদের নিচে দেওয়া কয়েকটি নির্দেশাবলী ফলো(Follow) করতে হবে।
প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট(Official Website) খুলুন।
এরপর “Recruitment” বিভাগে ক্লিক(Click) করে অনলাইন(Online) আবেদন লিংকটি প্রেস(Link Press) করে এগিয়ে যান।
অনলাইন(Online) আবেদন প্রক্রিয়া শুরু – ১১/০১/২০২৫
আবেদন প্রক্রিয়া শেষ – ২২/০১/২০২৫
#অফিসিয়াল ওয়েবসাইট #উওর দিনাজপুরে #ইংলিশ স্টেনোগ্রাফার #জজ অফিসে