ফুসফুস ক্যান্সারের(Cancer) চিহ্ন মিলে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
অতিরিক্ত ধূমপান(Smoking), ধূমপায়ীর সাহচর্যে থাকা, পরিবেশ দূষণ ইত্যাদি একাধিক কারণে এখন লাং ক্যান্সারের(Cancer) রুগীর সংখ্যা বেড়েই যাচ্ছে। ফুসফুস বিশেষজ্ঞরা লাং ক্যানসারের(Lung Cancer) কয়েকটি লক্ষণের কথা বলেছেন। যেমন –
* অনেকদিন ধরে থাকা কাশি
*কাশির সঙ্গে রক্ত বেরিয়ে আসা
*শ্বাসকষ্ট
*গলা ঠিক না থাকা
*ওজন কমাতে না চেয়েও কমছে
*হাড়ে যন্ত্রণা
*মাথা ব্যথা ইত্যাদি।
আরও পড়ুন
Facial Treatments Should Be Done Twice A Month:মাসে ২ বার ফেসিয়াল করা উচিত
এবার এই ধরনের কোনও লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেলুন। কারণ সমস্যা আর বাড়ার আগেই চিকিৎসা শুরু হলে রোগ নিরাময় সম্ভব।