দলীপ তাহিলকে আমরা সবাই চিনি। দীর্ঘদিন ধরে তিনি রাজত্ব করেছেন মুম্বইয়ে। প্রধানত ভিলেন হলেও তিনি একজন দারুন কমেডিয়ানও। কাজ করেছেন তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে। শাহরুখ থেকে হৃতিক, সকলের সঙ্গেই অভিনয় করেছেন তিনি। সম্প্রতি প্রবীণ এই অভিনেতা শাহরুখ এবং হৃতিক, এই দুই তারকার তুলনা প্রসঙ্গে বলেছেন কিছু কথা। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন,প্রত্যেকের যেমন কিছু গুণ রয়েছে, তেমন দুর্বলতাও রয়েছে। তবে শাহরুখ এবং হৃতিক দুজনের যাত্রা একেবারেই ভিন্ন। একজন ধীরে ধীরে খ্যাতি অর্জন করেছেন অন্যজন প্রথম সিনেমাতেই সেই খ্যাতি অর্জন করতে পেরেছিলেন। একদিকে যেমন শাহরুখ ১৯৯২ সালে বলিউডে আত্মপ্রকাশ করলেও সাফল্য আসে ১৯৯৫ সালে। অন্যদিকে হৃতিক ২০০০ সালে বলিউডের আত্মপ্রকাশ করার সঙ্গে সঙ্গেই সফল হন। দুজনের মধ্যে শুধু এটাই বড় পার্থক্য। দুজনেই বড়ো অভিনেতা কিন্তু আলাদা ঘরেনার।
তিনি জানান, অভিনেতাদের জীবনে থাকে নানা ঘাত-প্রতিঘাত। সব সময় খুব মসৃন পথ হয় না। শাহরুখ ‘দিলওয়ালে দুলানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার হাত ধরে জনপ্রিয় হয়েছিলেন। কিন্তু এই সিনেমার আগেও বেশ কয়েকটি সিনেমা যেমন ‘বাজিগর’, ‘ডর,’ ‘দিওয়ানা’ অনেক বড় হিট ছিল। এর মধ্যে বাজিগরে আমি নিজেও কাজ করেছি শাহরুখের সঙ্গে। কিন্তু জনপ্রিয়তা এসেছে বেশ কয়েকটি সিনেমার পর। অন্যদিকে হৃতিক প্রথম সিনেমা ‘কহো না পেয়ার হ্যায়’-এর হাত ধরেই জনপ্রিয় হয়েছিলেন। যদিও ওই সিনেমাতেও আমি অভিনয় করেছিলাম। গত বছর থেকেই বেশ কিছু পুরনো সিনেমা পুনরায় মুক্তি পাচ্ছে বড়পর্দায়। একদিকে যেমন ‘করণ অর্জুন’ বড়পর্দায় মুক্তি পায় তেমন অন্যদিকে গত ১০ জানুয়ারি মুক্তি পায় ‘কহো না পেয়ার হ্যায়’।