Travonews.in

Hotel Businesses Earned Several Crores:মহাকুম্ভতে হোটেল ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ব্যবসা করে নিলেন

মহাকুম্ভতে হোটেল ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ব্যবসা করে নিলেন
মহাকুম্ভতে হোটেল ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ব্যবসা করে নিলেন

১২ বছর পরে প্রয়াগে(Prayag) হচ্ছে মহাকুম্ভ। ভারত(India) তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষেরা এসেছেন প্রয়াগে(Prayag) । আর তাতেই মালামাল হয়ে গেলেন হোটেল(Hotel) ব্যবসায়ীরা।
প্রশাসনের ধারণা, দেড় মাসে ৪০ কোটির বেশি পুণ্যার্থীর পা পড়বে প্রয়াগরাজ(Prayagraj)। আর সেই অনুমান যে সত্যি হতে চলেছে, মহাকুম্ভ মেলার শুরুতেই তার আঁচ পাওয়া যাচ্ছে। হোটেল(Hotel) তিল ধারণের জায়গা নেই। বাড়তি ট্রেন(Train) দিয়েও ভিড় সামাল দেওয়া যাচ্ছে না। ফ্লাইট বুকিং(Flight Booking) লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার আসা যাক থাকার জায়গার বিষয়ে। ইতিমধ্যে এই নিয়ে প্রবল উস্মা তৈরী হয়েছে বক্তদের মধ্যে।

আরও পড়ুন

 

Recruitment Notification For Haldia Dock Complex:হলদিয়া ডক কমপ্লেক্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

 

আকাশ ছোঁয়া হয়েছে থাকার জায়গার। খবরে প্রকাশ, প্রয়াগরাজ(Prayagraj) থাকার জায়গা পেতেও কালঘাম ছুটছে পুণ্যার্থীদের। একটি তাঁবুর জন্য প্রতি রাতে সাড়ে ১২ হাজার থেকে ৫০ হাজার টাকা পড়ছে। লাক্সারি(Luxury) তাঁবুর জন্য প্রতিরাতে ১ লক্ষ টাকাও দিতে হচ্ছে। লাক্সারি হোটেলগুলিতে(Luxury Hotel) একরাত থাকার জন্য ১১ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত দিতে হচ্ছে। কোথাও কোথাও তা ৪০ হাজারও। আইআরসিটিসি(IRCTC)-র মহাকুম্ভ গ্রাম ও UPSTDC-র টেন্ট(Tent) কলোনিতে একরাত থাকার জন্য সাধারণ রুম(Room) থেকে ডিলাক্স(Deluxe) পাওয়া যাচ্ছে দেড় হাজার থেকে ৩৫ হাজার টাকায়। গতবছরের এই সময়ের চেয়ে প্রয়াগরাজ(Prayagraj) হোটেল বুকিং(Hotel Booking) ১০ গুণ বেড়েছে। মহাকুম্ভ মেলার গুরুত্বপূর্ণ দিনগুলির জন্য ৮৫ শতাংশের বেশি হোটেল বুকিং(Hotel Booking) হয়ে গিয়েছে। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মহাকুম্ভ মেলা।

#আইআরসিটিসি  #হোটেল বুকিং #প্রয়াগরাজ  #ফ্লাইট বুকিং

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ