![প্রয়াগে মানুষের ভিড় এবার সব ইতিহাস ভেঙে দিতে চলেছে](https://travonews.in/wp-content/uploads/2025/01/IMG-20250114-WA0132.jpg)
সাম্প্রতিক ইতিহাসে প্রয়াগ(Prayag) এতো মানুষ কখনো দেখে নি, যা এবার দেখতে চলেছে। প্রশাসনের ধারণা, দেড় মাসে ৪০ কোটির বেশি পুণ্যার্থীর পা পড়বে প্রয়াগরাজ(Prayagraj)। কিন্তু প্রথম দিনেই মনে হচ্ছে ৪০ কোটি ছাড়িয়ে আরও অনেকটা এগোবে – যা একটা ইতিহাস তৈরী হতে চলেছে প্রয়াগ(Prayag) । হোটেলে(Hotel) তিল ধারণের জায়গা নেই। বাড়তি ট্রেন(Train) দিয়েও ভিড় সামাল দেওয়া যাচ্ছে না। ফ্লাইট বুকিং(Flight Booking) লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশ ও বিদেশের নানা প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসছেন প্রয়াগরাজ(Prayagraj)। মহাকুম্ভ মেলায় পৌঁছতে আকাশপথকে বেছে নিচ্ছেন অনেক যাত্রী। IXIGO-র গ্রুপ সিইও অলোক বাজপেয়ী(Group CEO Alok Bajpeyi) বলেন, “প্রয়াগরাজ(Prayagraj) এবার ২০টি বিমানবন্দর থেকে সরাসরি বিমান পৌঁছে যাচ্ছে। আগের কুম্ভমেলায় শুধু দিল্লি(Delhi) থেকে সরাসরি প্রয়াগরাজ(Prayagraj) আসার সুবিধা ছিল। এবার তাই বিমানে করে প্রয়াগরাজ(Prayagraj) আসা পুণ্যার্থীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে।” গতবছরের এই সময়ের চেয়ে তাই প্রয়াগরাজ(Prayagraj) আসার জন্য বিমান বুকিংয়ের (Booking) সংখ্যা ১৬২ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন
Hotel Businesses Made Several Crores Of Rupees:মহাকুম্ভতে হোটেল ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ব্যবসা করে নিলেন
বিমান বন্দর সূত্রে জানা গেছে, প্রয়াগরাজ(Prayagraj) নিকটবর্তী বারাণসী(Varanasi) এবং লখনউ(Lucknow)বিমানবন্দরেও যাত্রী সংখ্যা বেড়েছে। বারাণসী(Varanasi) বিমান বুকিংয়ের (Booking) বেড়েছে ১২৭ শতাংশ। আর লখনউ(Lucknow) বেড়েছে ৪২ শতাংশ। ৩০ দিন আগে বিমান বুকিংয়ের (Booking)করলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রয়াগরাজ(Prayagraj) আসতে গড়ে ৭ থেকে ১০ হাজার টাকা লাগছে। তবে বিমানের সংখ্যার তুলনায় টিকিটের চাহিদা বেশি থাকায় ভোপাল(Vopal) থেকে সরাসরি প্রয়াগরাজ(Prayagraj) আসার টিকিটের দাম ১৭ হাজার টাকাও পড়ছে। আবার যে দিনগুলিতে পুণ্যস্নান পড়েছে, সেইসময় টিকিটের দাম অনেকটাই বেশি। যেমন, ২৭ জানুয়ারি মুম্বই(Mumbai) থেকে প্রয়াগরাজ(Prayagraj) আসতে বিমানভাড়া পড়ছে ২৭ হাজার টাকা। মেক মাই ট্রিপের(Make My Trip) সহপ্রতিষ্ঠাতা ও গ্রুপ সিইও রাজেশ মাগো(Group CEO Rajesh Mago) বলেন, “সবচেয়ে বেশি বিমান বুকিংয়ের (Booking) হয়েছে মহাকুম্ভ মেলার সূচনা ও সমাপ্তির সময়।” ইজ মাই ট্রিপের(Is My Trip) সহপ্রতিষ্ঠাতা ও সিইও রিকান্ত পিট্টি(CEO Rikant Pitti) বলেন, “দেশ এবং বিদেশ থেকে বুকিংয়ের (Booking) করা হচ্ছে। গ্রুপ বুকিং(Group Booking)ও করা হচ্ছে। শুধু ৫০ কিংবা তাঁর বেশি বয়সী নাগরিকরা নন, কমবয়সীরা মহাকুম্ভ নিয়ে উৎসাহিত।” ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ট্যুর অপারেটর্সের(Indian Association Of Tour Operators) সভাপতি রাজীব মেহরা(Rajib Mehera) বলেন, গতবারের থেকে এবার বিদেশি পুণ্যার্থীর সংখ্যা বেশি।