Travonews.in

Recruitment Notification For Haldia Dock Complex:হলদিয়া ডক কমপ্লেক্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

হলদিয়া ডক কমপ্লেক্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
হলদিয়া ডক কমপ্লেক্সে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

তীব্র বেকারের রাজ্য পশ্চিমবঙ্গ(West Bengal)। সেখানে কর্মী নিয়োগের খবর পেলেই ছুটে যান হাজার হাজার শিক্ষিত বেকার। তাদের জন্যই আমাদের এই চাকরির বিভাগ। সম্প্রতি হলদিয়ার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে(Haldia Shymaprasad Mukherjee Port) কর্মখালি। সোমবার পোর্টের(Port) তরফে সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্সে(Port Haldia Dock Complex) কর্মী প্রয়োজন। এর জন্য চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের থেকে এর জন্য অফলাইনে(Offline) আবেদনপত্র গ্রহণ করা হবে। হলদিয়া ডক কমপ্লেক্সে(Haldia Dock Complex) একটি বিভাগে ড্রাফটসম্যান(Draftsman) (সিভিল)(Civil) পদে নিয়োগ হবে। যদিও মোট শূন্যপদ দু’টি।

আরও পড়ুন

Hotel Businesses Earned Several Crores:মহাকুম্ভতে হোটেল ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার ব্যবসা করে নিলেন

 

প্রাথমিকভাবে এই নিয়োগ হবে চুক্তি ভিত্তিক। পরে তাদের কাজের বিশ্লেষনে স্থায়ী হতেই পারে। চুক্তিভিত্তিক এই পদে তিন বছরের জন্য নিয়োগ করা হবে কর্মীদের। আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৪০ বছর। নিযুক্তদের পারিশ্রমিক হবে ৪০,৫০০ টাকা প্রতি মাসে। উল্লিখিত পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা(Draftsmanship Diploma) থাকতে হবে। পাশাপাশি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের(Civil Engineering) বিভিন্ন কাজের পাঁচ বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকাও জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবেদনের শেষ দিন আগামী ১০ ফেব্রুয়ারি(February)পোর্টের ওয়েব সাইডট (Port Website)থেকে বিস্তারিত জানা যাবে।

#ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা #হলদিয়া ডক কমপ্লেক্সে #পশ্চিমবঙ্গ #সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ