Travonews.in

Theft at Digha’s Jagannath Temple:দিঘার জগন্নাথ মন্দিরে চুরি

দিঘার জগন্নাথ মন্দিরে চুরি
দিঘার জগন্নাথ মন্দিরে চুরি

মুখ্যমন্ত্রীর সাধের জগন্নাথ মন্দির আর কয়েক দিনের মধ্যেই উদ্বোধন হতে চলেছে। এর মধ্যেই ওল্ড(Old) দিঘার জগন্নাথ ঘাটের জগন্নাথ মন্দিরের প্রণামী বাক্স ভেঙে চুরি হয়ে গেলো সব টাকা পয়সা। চুরির ঘটনায় নজরদারির অভাবের অভিযোগও তোলা হচ্ছে। ইতিমধ্যে থানায় অভিযোগ করা হয়েছে। দিঘার জগন্নাথ মন্দির ঘিরে ইতিমধ্যে যথেষ্ট আলোড়ন পড়েছে দেশবাসীর মধ্য। উদ্বোধনের আগে পুরনো জগন্নাথ মন্দির অর্থাৎ মাসির বাড়িতেও পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে। বহু দর্শনার্থী প্রণামি দিচ্ছেন। আর সেই প্রণামী বাক্স ভেঙে লুঠ সর্বস্ব, সূত্রের খবর তেমনটাই। প্রসঙ্গত মূল জগন্নাথ মন্দির তৈরী হবার পরে এটাই হবে জগন্নাথের মাসির বাড়ি।

আরও পড়ুন

The State Received A Significant Amount Of Money:বাজেটের আগেই কেন্দ্রের কাছ থেকে অনেক টাকা পেলো রাজ্য

 

এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ(Police) তদন্ত শুরু করেছে। পুরনো দিঘার মাসির বাড়ি অর্থাৎ সমুদ্র উপকূলে পুরনো জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে তৈরি হচ্ছে সুবিশাল চৈতন্য গেট(Gate)। সাজানো হবে পুরনো জগন্নাথ দেবের মন্দির অর্থাৎ মাসির বাড়ি। তার মধ্যে সেই মন্দিরে চুরির ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মন্দির থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে থানা। প্রশাসনেরও ঢিলেমির অভিযোগ তুলেছে মন্দির কর্তৃপক্ষ। ইতিমধ্যে তড়িঘড়ি তদন্ত শুরু করেছে পুলিশ(Police)। খতিয়ে দেখা হচ্ছে সেখানকার সিসিটিভির ফুটেজ(CCTV Footage)

#সিসিটিভি ফুটেজ #ওল্ড দিঘা #জগন্নাথ মন্দির  #পুলিশ

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ