সরকারি সংস্থায় চাকরি করার বাসনা কমবেশি সকলের থাকে। আর তা যদি হয় কেন্দ্রীয় সরকার, তাহলে তো সোনায় সোহাগা। এবার তেমন সুযোগ সামনে এসেছে। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (Bharat Electronics Limited-BEL) একাধিক শূন্যপদের জন্য নিয়োগ করবে। মূলত শিক্ষানবিশ পদের জন্যেই এই নিয়োগ করা হবে। শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। walk in interview -এর মাধ্যমেই এই নিয়োগ করা (BEL Apprentice Recruitment 2025) হবে।
শিক্ষানবিশ পদের জন্য আবেদন করতে হলে অনলাইনের (BEL Apprentice Recruitment 2025) মাধ্যমে তা করতে হবে। এজন্য NATS এর পোর্টালে গিয়ে আবেদন জানাতে হবে। কিংবা এই লিঙ্কে – https://bel-india.in/ -ও ক্লিক করতে পারেন। সংশ্লিষ্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে আবেদন জানাতে হবে। এরপরেই শর্ট লিস্ট করে লিস্ট প্রকাশ করা হবে। একাধিক শূন্যপদে যেহেতু নিয়োগ, সেই কারণে আলাদা আলাদা তারিখ আছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০, ২১ জানুয়ারি 2025 এই walk in interview হবে। আবেদনকারীদের সকাল সাড়ে ৯টার মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে।
* ভারত ইলেকট্রনিক্স লিমিটেড মোট ৮৩ টি শূন্যপদের জন্য শিক্ষানবিশ হিসাবে নিয়োগ(BEL Apprentice Recruitment 2025) করবে। এর মধ্যে রয়েছে স্নাতক শিক্ষানবিশ হিসাবে ৬৩টি শূন্যপদ, টেকনিশিয়ান (ডিপ্লোমা) শিক্ষানবিশ হিসাবে আছে ১০টি এবং বি.কম শিক্ষানবিশ হিসাবে ১০ টি শূন্যপদ। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভাল ভাবে পড়ে নিতে হবে।
* walk in interview এর মুখোমুখি হওয়ার ক্ষেত্রে সঙ্গে কাছে রাখতে হবে বেশ কিছু প্রমাণ্য নথি। যেমন – আবেদন ফর্ম, শিক্ষাগত প্রমাণ নথি, আইডি প্রুফ, পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে রাখতে হবে। এছাড়াও ভোটার কার্ড সংক্রান্ত নথিও সঙ্গে রাখতে হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।