![India CHILD HMPV VIRUS:ভারতের দুই শিশুর রক্তে HMPV পজিটিভ - উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক](https://travonews.in/wp-content/uploads/2025/01/IMG-20250106-WA0039.jpg)
চিন(China) থেকে ছড়িয়ে পড়া ‘কোভিদ 19′(Covid -19) এর স্মৃতি এখনও আমাদের মনে আছে। সারা পৃথিবীতে মৃত্যু হয়েছিল কয়েক লক্ষ মানুষের। এবার সেই চিন(China) থেকেই ছড়িয়ে পড়ছে HMPV অর্থাৎ Human Metapneumovirus. এবার তা ভারতে। ইতিমধ্যে ভারতে দুই শিশুর রক্তে HMPV পজিটিভ(Positive)। বেঙ্গালুরুতে ৮ মাস বয়সি এক শিশুর দেহে এই জীবাণুর সক্রিয় অস্তিত্ব ধরা পড়েছে ৷ শহরের ব্যাপ্টিস্ট হাসপাতালে তার চিকিৎসা চলছে৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে শিশুটি মেটা নিউমোভাইরাসে (Metapneumovirus). আক্রান্ত হয়েছে। জানা গিয়েছে সম্প্রতি তাকে বাইরে কোথাও বেড়াতে নিয়ে যাওয়া হয়নি৷ এছাড়াও বেঙ্গালুরুতে ৩ মাস বয়সি আর এক শিশুও এই ভাইরাসে(Virus) আক্রান্ত হয়। হাসপাতালে চিকিৎসার পর আপাতত তাকে ছেড়ে দেওয়া হয়েছে। স্বাভাবিক কারণেই উদ্বেগ বাড়ছে ভারতে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাস আক্রমন করে প্রধানত শিশুদের ও বয়স্ক মানুষদের।
আর ও খবর পড়ুন
অভিষেকের স্বাস্থ্য শিবিবারে প্রচুর মানুষের ভিড়
কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, কর্নাটকে HMPV আক্রান্ত ২ শিশুর সন্ধান মিলেছে৷ এই মর্মে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে৷ যদিও কর্নাটকের স্বাস্থ্য দফতরের দাবি, এখনও সরকারি পরিকাঠামোয় ওই শিশুদের নমুনা পরীক্ষা করা হয়নি। তাদের দেহ থেকে সংগৃহীত নমুনা এনআইভি(NIV) পুনায় পাঠানো হবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানা গিয়েছে। তারপরই কেন্দ্রীয় সরকারের তরফে HMPV পজিটিভ(Positive) বলে কনফার্ম করা হবে৷ তবে চিন(China) যে HMPV জীবাণুর সংক্রমণ ছড়াচ্ছে, তার সঙ্গে বেঙ্গালুরুর আক্রান্ত শিশুদের দেহের ভাইরাসে(Virus) একই কিনা, সে বিষয়ে কোনও নিশ্চয়তা মেলেনি৷ প্রসঙ্গত চিন(China) সম্প্রতি এই ভাইরাসে(Virus) দাপট অব্যাহত৷ গত ৪ জানুয়ারি সম্ভাব্য মহামারির আশঙ্কা প্রশমিত করে চিন(China) জানায়, বার্ষিক মরশুমি কারণেই বেড়েছে ভাইরাসের (Virus) দাপট৷ ভাইরাসের (Virus) বাড়বাড়ন্তের জন্য দায়ী করা হয় শীতের মরশুমকেই।
#ভাইরাসের (Virus) # চিন(China) #HMPV পজিটিভ(Positive) #Human Metapneumovirus