Travonews.in

SBI এ শতাধিক নিয়োগ হতে চলেছে – রইলো বিস্তারিত খবর

 

ভারতের অন্যতম বাণিজ্য সফল ব্যাংক হলো SBI. SBI বিভিন্ন শাখায় শতধিক কর্মী নিয়োগ করতে চলেছে। এবার Specialist Cadre Officer (SCO) পদের জন্য নিয়োগ করবে। ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) এর তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী শতাধিকেরও বেশি শূন্যপদের জন্য এই নিয়োগ করা হবে। ৩জানুয়ারী থেকেই শুরু হয়েছে প্রসেস।

* SBI SCO Recruitment 2025: কীভাবে আবেদন জানাবেন –

SCO পদের জন্য পুরুষ এবং মহিলা উভয়ই এই শূন্যপদের জন্য আবেদন জানাতে (SBI SCO Recruitment 2025) পারবে। এজন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। কিংবা এই লিঙ্কে – sbi.co.in – ক্লিক করেও এই পদের জন্য আবেদন করা যাবে। সাইট খুললেই Careers অপশন দেখা যাবে। এরপর SBI SCO Recruitment 2025 – লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। মোট ১৫০ জন Specialist Cadre Officer (SCO) পদের জন্য নিয়োগ (SBI SCO Recruitment 2025) করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India)। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। যা অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে।

* যোগ্যতা –

যে প্রার্থী এই শূন্যপদের জন্য আবেদন (SBI SCO Recruitment 2025) করতে চান তাদের অবশ্যই যে কোনও সরকারী স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক হতে হবে। তা সে যে কোনও পদে স্নাতক হলেও এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে। এছাড়াও আবেদনকারীকে আবেদনকারীকে ইনস্টিটিউট অফ ব্যাঙ্ক এন্ড ফাইনান্স (IIBF) এর তরফে জারি বিদেশি মুদ্রা Forex এর নথি প্রয়োজন। এই বিষয়ে আরও জানুন স্টেট ব্যাঙ্কের বিজ্ঞপ্তিতে।

* কীভাবে নিয়োগ –

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট দুটি ধাপে এই নিয়োগ (SBI SCO Recruitment 2025) হবে। প্রথমে শর্টলিস্ট এবং পরে ইন্টারভিউ। প্রথমে শর্ট লিস্ট করে সমস্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। যা ১০০ নম্বরের হবে। ইন্টারভিউতে প্রার্থী কত পেলেন তা ব্যাঙ্ক কতৃপক্ষ ঠিক করবেন। এরপর তৈরী হবে মেরিট লিস্ট। এজন্য কোনও পরীক্ষা আবেদনকারীকে দিতে হবে না।

যারা প্রাথমিকভাবে যোগ্য তারা দ্রুত আবেদন করুন। বলা হচ্ছে, ব্যাঙ্কিং সার্ভিস কমিশনের উপর যেকোনো ভালো বই আপনাকে পড়ে নিতে হবে। ইন্টারভিউতে মূলত সেখান থেকেই প্রশ্ন করা হবে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ