‘কোভিদ 19’ এর ধ্বংস এখনও আমাদের স্মৃতিতে জ্বল জ্বল করছে। আর সেই ভাইরাস ছড়িয়েছিল চিনের ইউহান শহর থেকে। এবার সেই চিনেই ছড়িয়ে পড়েছে আরও এক নতুন ভাইরাস – যার নাম হিউম্যান মেটানিউমোভাইরাস (Human Metapneumovirus), সংক্ষেপে এইচএমপিভি। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, চিনের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বহু মানুষ। মুখে মাস্ক পরে হাজার হাজার মানুষ ছুটছে বিভিন্ন হাসপাতালে।
চিকিৎসা বিজ্ঞান জানাচ্ছে, হিউম্যান মেটানিউমোভাইরাস হল এমন এক ভাইরাস, যার উপসর্গ সাধারণ ঠান্ডা লাগার মতোই। সর্দি-কাশি, গলা ব্যথার মতো উপসর্গ দেখা দেয় ভাইরাস সংক্রমণে। করোনার মতোই এই ভাইরাসও শিশু ও প্রবীণদের জন্য মারাত্মক রূপ নিতে পারে। এছাড়াও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রেও সংক্রমণ হলে তা বাড়াবাড়ি আকার নেবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভাইরাসে ফুসফুসে সংক্রমণ হয়। মূলত উপরের অংশে সংক্রমণ হলেও, অনেক সময় ফুসফুসের নীচের অংশেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তখন নিউমোনিয়া, অ্যাজমা হতে পারে। যাদের ক্রনিক অবস্ট্রাকটিভ পুলমোনারি ডিজিজ বা সিওপিডি (COPD) রয়েছে, তাদের ক্ষেত্রে সংক্রমণ মারাত্মক আকার নিতে পারে। আর এর সংক্রমন অনেকটা করোনার মতো দ্রুত ছড়িয়ে পড়ছে। এই বিষয়ে আগেই সাবধান করেছিল বিশ্ব স্বাস্থ্যসংস্থা।
সরাসরি এই রোগের কোনো চিকিৎসা নেই, নেই কোনো ভ্যাকসিন। একদম করোনা কালে আমরা যেভাবে সাবধানতা নিয়েছিলাম ঠিক সেইভাবেই সাবধান হতে হবে। আবার হয়তো ফিরে আসছে মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি শব্দগুলো।