আজ, সোমার এই বছরের শেষ অমাবস্যা। এই অমাবস্যাকে পৌষ অমাবস্যা বা আসলে সোমাবতী অমাবস্যা বলে। এই অমাবস্যা তিথি ঘিরে বহু পর্ব থাকে শাস্ত্রমতে। অমাবস্যায় সাধারণত কোনও শুভ কাজ করা হয়না। করা হয় পিতৃপুরুষের তর্পণ। এদিকে, এবারে বছরের শেষ অমাবস্যা পড়ছে সোমবার। মূলত, যে অমাবস্যা সোমবারে পড়ে, তাকে সোমবতী অমাবস্যা বলা হয়। আর এই সোমবার হল দেবাদিদেব মহাদেবের পুজোর দিন। সেই দিনে এই অমাবস্যা খুবই শুভ। দেখে নেওয়া যাক সোমবতী অমাবস্যার তিথি। পঞ্জিকামতে, অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষে সোমবতী অমাবস্যার তিথি বছরের শেষলগ্নে পড়ছে। পঞ্জিকা বলছে, ৩০ ডিসেম্বর ভোর ৪ টে ০১ মিনিটে এই তিথি শুরু হয়ে যাবে। আর পরের দিন অর্থাৎ মঙ্গলবার ভোররাত ৩ টে ৫৬ মিনিটে শেষ হবে তিথি।
এই তিথিতে দেবাদিদেব আসবেন আপনার ঘরে। তাকে তুষ্ট করতে ঘরে শিব পূজার আয়োজন করুন। ২০২৪ সালের শেষ অমাবস্যার ব্রহ্ম মুহূর্ত কখন হচ্ছে। পঞ্জিকা বলছে, ২০২৪ সালের শেষ অমাবস্যার তিথি ভোর ৫ টা ২৪ মিনিটে শুরু হবে। আর তা শেষ হবে সকাল ৬ টা ১৯ মিনিটে। বছরের শেষ অমাবস্যার বিজয় মুহূর্ত দুপুর ০২ ০৭ মিনিটে শুরু হবে, আর তা শেষ হবে ২ টো ৪৯ মিনিটে। গোধূলী মুহূর্ত সন্ধ্যা ৫ টা ৩২ মিনিটে শুরু হবে আর তা শেষ হবে সন্ধ্যা ৫ টা ৫৯ মিনিটে। এই সময় যেকোনো শুভ কাজ শুরু করলে অবশ্যই সাফল্য পাবেন।