Travonews.in

নন্দীগ্রামে বিজেপি ছাড়লেন ৫০০ জন কর্মী

 

রবিবার নন্দীগ্রামের অন্তত ৫০ জন নেতা কর্মী বিজেপি ছাড়লেন। ফলে নন্দীগ্রামে অনেকটা ব্যাকফুটে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের খারাপ আচরণ এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এবার বিজেপি ছাড়লেন নন্দীগ্রামের একাধিক প্রথম সারির বিজেপি নেতা ও কর্মী। রবিবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে স্থানীয় বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তাঁরা বিজেপি ত্যাগের ঘোষণা করেন। যাঁদের মধ্যে রয়েছেন বিজেপির নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দাস ও বিজেপির জেলা কমিটির সদস্য অশোক করণ। তাঁদের সঙ্গেই প্রায় ৫০ জন কর্মী এদিন সাংবাদিক বৈঠক করে বিজেপি ত্যাগ করেন। স্বাভাবিক কারণে নন্দীগ্রামে অনেকটা মাটি হারাচ্ছে বিজেপি।

অন্যদিকে তৃণমূলে ফিরে আসছে অনেকেই। বিজেপি ত্যাগ করা কর্মীদের অভিযোগ, প্রথম দিন থেকেই স্থানীয় বিজেপির কর্মীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, যা খুবই নিন্দনীয়। দলের নেতা-কর্মীদের চিন্তাভাবনার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলিতে ব্যাপক দুর্নীতি চলছে। অভিযোগ জানিয়েও কোনও কাজ হচ্ছে না। সন্ধ্যা হলেই বোমার আওয়াজে কেঁপে ওঠে বিভিন্ন এলাকা। এই সব অভিযোগ তুলে রবিবার বিজেপি ত্যাগ করলেন তাঁরা। দেবাশিস দাস এবং অশোক করণ আগে তৃণমূলে ছিলেন। গদ্দার অধিকারীর হাত ধরে ২০২০ সালে বিজেপিতে যোগ দেন। অশোক বিজেপির জেলা কমিটির সদস্য। পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলেন দেবাশিস। পরে স্থানীয় গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে গ্রেফতারের দাবিও জানিয়েছিলেন দেবাশিস। এই পরিস্থিতিতে রবিবার দলত্যাগের কথা ঘোষণা করেন তাঁরা। বলেন, এই দলে আর থাকা সম্ভব নয়।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ