সংসদের বাইরে আম্বেদকর ইস্যুতে বিজেপি কংগ্রেসের প্রায় হাতাহাতি শুরু হয়েছিল। আর তাতেই রাহুল গান্ধীর ধাক্কায় দুজন বিজেপি সাংসদ আহত হয়। এই বিষয়টাকে হাতিয়ার করে বিজেপি নেমে পড়েছে যুদ্ধে। সেই মামলার তদন্তভার গেল ক্রাইম ব্রাঞ্চের হাতে। লোকসভায় বিজেপি সাংসদদের উপর ‘আক্রমণে’র ঘটনায় গত কয়েকদিন আগেই রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় দিল্লি পুলিশে। সেই ঘটনার তদন্ত এখন থেকে ক্রাইম ব্রাঞ্চ করবে বলেই জানা যাচ্ছে। সূত্রে জানা যাচ্ছে, এই ঘটনার তদন্তে খুব শীঘ্রই লোকসভার বিরোধী দলনেতাকে তলব করা হতে পারে বলে জানা যাচ্ছে।, ফলে চাপ এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
বিষয়টা তখনই মিট যেতে পারতো। কিন্তু সংসদীয় রাজনীতিতে সমস্যাকে জিইয়ে রাখা একটা বিশেষ স্টাইল। বলে রাখা প্রয়োজন, আম্বেদকর ইস্যুতে সংসদ চত্বরে কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদদের সঙ্গে তুমুল ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি সাংসদরা। আর এই ঘটনায় দুই বিজেপি সাংসদ গুরুতর আহত হন। দুজনের মাথায় চোট লাগে। ঘটনার কয়েকদিন কেটে গেলেও এখনও হাসপাতালে চিকিৎসাধীন ওই দুই সাংসদ। এরপরেই দিল্লির পার্লামেন্ট স্ট্রীট থানায় লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১১৭, ১২৫, ১৩১, ৩৫১ এবং ৩(৫) ধারায় রাহুলের বিরুদ্ধে এফআইআর করা হয়। তাৎপর্যপূর্ণভাবে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Crime Branch) রাহুলের বিরুদ্ধে এই তদন্ত করবে। ফলে চাপ বাড়ছে রাহুলের।