Travonews.in

ইউনুস বিরোধী আন্দোলেন তীব্র করছে বিএনপি

যে আন্দোলনের চাপে পরে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছিল এবার কি তেমনই চাপ তৈরী হতে চলেছে ইউনুসের বিরুদ্ধে? বর্তমানে ইউনূসে হাতে দেশ চালানোর ক্ষমতা থাকলেও তা সামলাতে যে তিনি ব্যর্থ তা বারবার প্রমাণ পেয়েছে সে দেশের (Bangladesh) মানুষ। এবার কার্যত সরাসরি ইউনূসকে আক্রমণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শেক হাসিনার মতো ততটা উত্তাল না হলেও, বিএনপি নেতৃত্ব কিন্তু বুঝিয়ে দিচ্ছে তারা ইউনুসের উপর ক্ষুব্ধ। নজরুল ইসলাম খান এক সভায় বলেন, দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি! আর তা তখনই হবে, যখন ভোট দিয়ে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। নির্বাচিত জনপ্রতিনিধিরাই জনগণের হয়ে কাজ করবেন। এখন গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলছে বলেও মন্তব্য খালেদা জিয়ার দলের গুরুত্বপূর্ণ এই নেতার। সম্প্রতি সে দেশে বিএনপির তরফে একটি বৃহৎ সভার আয়োজন করা হয়। এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আরও বলেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপিকে বিশ্বাস করে, কারণ আজ পর্যন্ত বিএনপি কখনও জনগণকে পথে রেখে ক্ষমতার লোভে আন্দোলন ত্যাগ করেনি। এমনকি কখনও বিএনপি পালিয়ে যায়নি বলেও শেখ হাসিনাকে তীব্র আক্রমণ শানান এই নেতা। কূটনৈতিক মহলের ধারণা,যে কোনো মুহূর্তে আবার ইউনুস বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠতে পারে বাংলাদেশ।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *