Travonews.in

আজ অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

 

আমাদের মনে পরে যাচ্ছে যে গতবছর এই অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনা অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী ৪ শতাংশ DA বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন। এবার কি তেমন কোনো সম্ভাবনা আছে? আশাবাদী রাজ্য সরকারি কর্মীরা। আসলে গতবার অ্যালেন পার্কে ক্রিসমাস অনুষ্ঠানের সূচনার অনুষ্ঠানে এসে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর ক্রিসমাস উৎসবের সূচনা করা হয়েছিল ২১ ডিসেম্বর। আর এবার ১৯ ডিসেম্বর অ্যালেন পার্ক ক্রিসমাস উৎসবের সূচনা করা হচ্ছে। তাই এবারও ডিএ বৃদ্ধির আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এখন কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

কেন্দ্রীয় সরকার যেমন সাধারণত বছরে দু’বার ডিএ (জানুয়ারি এবং জুলাই থেকে বর্ধিত ডিএ কার্যকর হয়) বাড়িয়ে থাকে, সেরকম কোনও ট্রেন্ড এখন অনুসরণ করে না পশ্চিমবঙ্গ সরকার। ২০২২ সালে যেমন একবারও ডিএ বাড়ানো হয়নি। ২০২৪ সালে আবার দু’দফায় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ বাড়িয়েছে নবান্ন। কিন্তু এবার? ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মোট চারবার ডিএ বাড়ানো হয়েছে। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। সেই বেতন কমিশনের আওতায় প্রথমবার ডিএ বাড়ানো হয়েছিল ২০২১ সালের ১ জানুয়ারি থেকে। সেইসময় তিন শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালে আরও তিন শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। তারপর বছরের শেষে ডিসেম্বরে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। যা কার্যকর হয়েছিল ২০২৪ সালের জানুয়ারি থেকে। পরবর্তীতে রাজ্য বাজেটে আরও চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। ২০২৪ সালের মে থেকে সেটা কার্যকর হওয়ার কথা ছিল। যদিও পরবর্তীতে এপ্রিল থেকে কার্যকর করা হয়। এখন রাজ্য সরকারি কর্মীরা তাকিয়ে আছে সেই অ্যালেন পার্কে ক্রিসমাস অনুষ্ঠানের দিকে।

Picture of ট্রাভো নিউজ
ট্রাভো নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *