বাস্তুশাস্ত্র সংবাদ-বাস্তুমতে বারান্দায় কোন ধরনের গাছ রাখলে আপনার ভাগ্য ফিরবে

এখন তো ছোট ফ্ল্যাটের যুগ। আগের মতো অনেক জমি জায়গা থাকে না। কিন্তু সেই ফ্ল্যাটকেই আমরা গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলতে চাই। ভারতীয় বাস্তুশাস্ত্র বলছে, এমন ইন্ডোর প্লান্ট বারান্দায় দিন, যা দেখতেও সুন্দর আবার বাস্তু সম্মত। এই বিষয়ে বাস্তু শাস্ত্রের পরামর্শ –

১) বাঁশ গাছ – বাঁশ গাছ মানে বিরাট বাঁশ ঝার নয়। এখন ছোট ছোট ইন্ডোর বাঁশ গাছ পাওয়া যায়, যা বাড়িতে আনন্দ, সৌভাগ্য, খ্যাতি, শান্তি এবং সম্পদ নিয়ে আসে। বারান্দার এক কোণে রাখতেই পারেন।

২) মানি প্ল্যান্ট: প্ল্যান্টগুলি আপনার বারান্দার দক্ষিণ-পূর্ব কোণে রাখতে পারেন। এই গাছ সৌভাগ্য বহন করে আনে।

৩) রাবার প্ল্যান্ট: রাবার গাছ বাড়ির ভিতরে রাখাকে শুভ বলে মনে করা হয়। এই গাছ বাড়িতে সম্পদ ও বাণিজ্যে সফলতা নিয়ে আসে। এই গাছের বড় বড় পাতা আপনার বারান্দাকে আকর্ষক করে তুলবে।

৪) অ্যালোভেরা গাছ: এই গাছের সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু জানেন কী, এই গাছ সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। বারান্দায় রাখলেও দেখতেও সুন্দর রাখে।

এছাড়াও বারান্দায় যদি ৩/৪ ঘন্টা রোদ পরে তাহলে জুঁই, নাইনো-ও ক্লক,ড্যাফোডিল ফুল গাছে রাখতে পারেন। বাস্তু অনুসারে বারান্দায় রাখার জন্য এই সব গাছের তুলনা হয় না। যেমন সুন্দর তেমন ভাবেই উদ্ভিদগুলি বিশ্বাস, সত্য এবং ক্ষমার প্রতীক বহন করে।

Comment

Your email address will not be published. Required fields are marked *

Popular News

Latest News

সমুদ্রের প্রতি টান বিশ্বের সমস্ত ভ্রমণ পিপাসু মানুষেরই আছে। আর বাঙালির তো আছেই। কিন্তু সেই একঘেয়ে দিঘা,পুরী কি আর ভালো লাগে? এবার …

ভারতীয় ধৰ্মীয় সংস্কৃতিতে ‘শব্দব্রহ্ম’ বলে একটি শব্দ আছে। অর্থাৎ শব্দই ব্রহ্ম, শব্দই ভগবান। তাই কোন শব্দ কোথায় ও কিভাবে ব্যবহার করবো, তা …

চলতি বছর ছট পুজো উপলক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা গান প্রকাশিত হতে চলেছে। বিহার, উত্তর প্রদেশ সহ দেশের একটি বড় অংশের …

ফের একবার যাত্রী সুরক্ষা সঙ্কটে। ট্রেন যাত্রা এখন যাত্রীদের চরম ও অন্যতম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ট্রেন …