বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠছে। নতুন অন্তরবর্তী সরকারের সময় শেষ হয়ে আসছে। এদিকে দেশের রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে ইতিমধ্যে একটি গোষ্ঠী আন্দোলনে নেমেছেন। ঠিক সেই অবস্থায় ভাইরাল হয়ে গেলো কয়েকটি টেলিফোনিক সংলাপ। অনেকেরই ধারণা সেই সংলাপের এক দিকের কন্ঠস্বর শেখ হাসিনার। এবার প্রশ্ন, কি আছে সেই সংলাপে? শেখ হাসিনা বলছেন, যারা যারা তাদের দলকে আক্রমন করছেন, তাদের পরিণতি হবে খুবই খারাপ। স্বাভাবিক কারণেই এই ভাইরাল ভিডিও শুনে বিএনপি সহ অন্যান্য দল ক্ষুব্ধ হয়ে ওঠেন।
বিএনপি নেতৃত্ব ইতিমধ্যে বলা শুরু করেছেন, শেখ হাসিনা দেশের মধ্যে গণবিদ্রোহকে উস্কে দিতে চাইছে। গত সেপ্টেম্বরের একটি ভাইরাল ভিডিওতে হাসিনাকে বলতে শোনা যাচ্ছে, “আমি কাছাকাছিই আছি। প্রয়োজনে দ্রুত দেশে ফিরতে পারব।” তবে সেই কন্ঠস্বর হাসিনার কিনা তা নিয়ে সন্দীগ্ধ নাগরিক মহল। সম্প্রতি ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে শোনা যাচ্ছে -“আমাদের লোকদের উপর যারা হামলা চালাচ্ছে তাদের তালিকা তৈরি করুন। কেউ রেহাই পাবে না। আমি যে কোনও মুহূর্তে ফিরে আসতে পারি।” তাই সব মিলিয়ে বাংলাদেশের মধ্যে একটা নতুন শঙ্কা তৈরী হয়েছে।