Cyber Scam: ফের দেশে ডিজিটাল অ্যারেস্টের প্রতারণা। মুম্বইয়ের একজন ২৬ বছর বয়সী মহিলা এবার ডিজিটাল অ্যারেস্টের শিকার। ১.৮ লক্ষ টাকা খোয়া গেল তাঁর। পুলিশের নাম ভাঁড়িয়ে সেই মহিলাকে জালিয়াতরা জানিয়েছিল যে একটি আর্থিক তছরূপের (Cyber Scam) মামলায় তাঁর নাম উঠে এসেছে এবং তাঁকে গ্রেফতার করা হবে। আর এই হুমকি দেওয়ার পরেই ভিডিয়ো কলে (Digital Arrest) সেই মহিলাকে পোশাক খুলতে বাধ্য করেন তারা এবং তারপরই তাঁর অ্যাকাউন্ট থেকে লুট করেন ১ লক্ষ ৭৮ হাজার টাকা। কী ঘটেছিল আদপে ?
মুম্বইয়ের বরিভেলি ইস্টে থাকতেন সেই মহিলা, একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করতেন তিনি। ১৯ নভেম্বর তাঁকে জালিয়াতরা ফোন করে এবং নিজেদের দিল্লি পুলিশ অফিসার হিসেবে পরিচয় দেয়। তারাই সেই মহিলাকে জানায় যে তাঁর নাম উঠে এসেছে একটি আর্থিক তছরূপের মামলায়। কারাদণ্ডে দণ্ডিত জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নরেশ গোয়েলের সঙ্গে জড়িয়ে গিয়েছে তাঁর নাম। আর সেই জালিয়াতরা মহিলাকে গ্রেফতারির হুমকি দেন। পরক্ষণেই ভিডিয়ো কল করে বসে জালিয়াতরা। মহিলাকে জানানো হয় তিনি ডিজিটালি গ্রেফতার হয়েছেন।
জালিয়াতরা সেই মহিলাকে একটি হোটেল বুক করতে বলেন যাতে সেখানে গিয়ে বাকি জেরাপর্ব সারা যায়। সেই মত হোটেল বুক করেন মহিলা, সেখানে যাওয়া মাত্র জালিয়াতরা বলেন যে তাঁকে ১ লক্ষ ৭৮ হাজার টাকা ট্রান্সফার করতে হবে তাদের অ্যাকাউন্টে। ভিডিয়ো কল চলাকালীন বডি ভেরিফিকেশনের নাম করে তাঁকে পোশাক পর্যন্ত খুলতে বাধ্য করান তারা।
জালিয়াতদের নির্দেশ মেনে সেই মহিলাও ১ লক্ষ ৭৮ হাজার টাকা ট্রান্সফার করে দেন।
পরে যখন তিনি বুঝতে পারেন যে তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে, তিনি তৎক্ষণাৎ থানায় অভিযোগ দায়ের করেন। ২৮ নভেম্বর অভিযোগ দায়ের করা হয়। এর আগেও নরেশ গোয়েলের নাম করে বর্ধমান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান শ্রী পল অসওয়ালের থেকে ৭ কোটি টাকা লুট করেছিল জালিয়াতরা। তাঁর ক্ষেত্রেও ফোনে তাঁকে জানানো হয়েছিল যে তিনি ডিজিটালি গ্রেফতার হয়েছেন।
Previous
Next