এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। শনিবার অনেক রাতে তিনি কলকাতায় পা রাখেন। আর আজ, রবিবার রাতের বিমানে ফিরবেন দিল্লি। আজ সারাদিন তাঁর বেশ কয়েকটা অনুষ্ঠান আছে। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে যে তিলোত্তমার পরিবারের সঙ্গে কি তাঁর দেখা হওয়ার কোনো সম্ভাবনা আছে? সাক্ষাৎ প্রসঙ্গে জল্পনা উস্কে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বলেন, “আমি ঠিক জানি না দেখা করবেন কিনা। আবেদন করেছেন ওনারা। এবার দেখা করার বিষয়টা এখনকার নেতৃত্ব ঠিক করবেন।” তারই মধ্যে সুযোগ পেয়ে দিলীপ ঘোষ নিজের মেজাজেই এক হাত নেন রাজ্য সরকারকে।
তিনি বলেন, আর জি কর কান্ড প্রমাণ করেছে রাজ্য সরকারের উপর কোনো আস্থা নেই মানুষের। সেই কারণেই তারা কেন্দ্রের সাহায্য চাইছেন, CBI চাইছেন। “তারমানে এখানের রাজ্য সরকারের উপর আর কোনও ভরসাই নেই। পুলিশ-প্রশাসনের উপর ভরসা উঠে গিয়েছে। এটা চিন্তার বিষয়।” তিলোত্তমার পরিবারের সঙ্গে অমিত শাহের দেখা হচ্ছে কিনা সে বিষয়ে এখনই কোনও পাকা খবর নেই। এখনও তাঁদের বাড়িতে কোনও চিঠি আসেনি বলে জানিয়েছেন তিলোত্তমার বাবা। সে কারণেই তাঁরা সাক্ষাৎ নিয়ে এখনও নিশ্চিত হতে পারেননি।