ধনতেরাস এক সময় মূলত উত্তর ভারতে পালিত হলেও এখন বাংলার ধর্মপ্রাণ ধনতেরাস পালন করেন। এবার ধনতেরাস পালিত হবে ২৯ অক্টোবর। কথিত আছে, এই বিশেষ দিনে সমুদ্র মন্থনের সময় ভগবান ধন্বন্তরি অমৃতের পাত্র নিয়ে আবির্ভূত হয়েছিলেন। তাই ধন্বন্তরি দেবতাকে এই বিশেষ দিনে পুজো করা হয়। তাছাড়াও এই বিশেষ জিনিস সম্পদ, সমৃদ্ধির দেবতা কুবের দেবতার পুজো করা হয়।
এ ধনতেরাসের দিন খুব বিশেষ হতে চলেছে। কারণ ১০০ বছর পর ধনতেরাসের দিন বিরল ঘটনা ঘটতে চলেছে, জানুন কী কী ঘটবে, কোন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। এই ধনতেরাসের দিন ত্রিগ্রহী যোগ, পুষ্কর যোগ, ইন্দ্র যোগ, বৈদ্যুতি যোগ, উত্তরা ফাল্গুনী নক্ষত্রের দুটি শুভ যোগ তৈরি হতে চলেছে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের উপর যোগের বিশেষ প্রভাব পড়বে।
ধনু রাশি – ধনু রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। আপনি চাকরি থেকে ব্যবসায় খুব এগিয়ে যেতে পারবেন। বিদেশে ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। কর্মক্ষেত্রে আয়, উন্নতি বাড়তে থাকবে আপনার। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।
তুলা রাশি – তুলা রাশির জাতক-জাতিকাদের ধনতেরাস থেকে অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময় আপনার ব্যবসায় আটকে থাকা সব কাজ হয়ে যাবে। আগে ব্যবসায় বিনিয়োগ করা অর্থ থেকে আপনি মুনাফা অর্জন করতে পারবেন। যারা সোনা ব্যবসা করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। নতুন সম্পত্তি কিনতে পারবেন।
মেষ রাশি – ধনতেরাসের দিন মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় মা লক্ষ্মীর কৃপা ছাড়াও বিষ্ণুর কৃপাও পাবেন এই রাশির ব্যক্তিরা। এই সময়ে আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। আপনার ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে।